ই-বাইকের উর্দ্ধমুখী চাহিদা দেখে 1,500 কোটি টাকা ভারতে লগ্নি করবে Jitendra EV ও Hayasa

By :  techgup
Update: 2022-07-30 09:54 GMT

দেশে ইলেকট্রিক স্কুটার ও বাইকের চাহিদা এখন উর্দ্ধমুখী৷ যার অন্যতম কারণ অগ্নিমূল্য জ্বালানি। পাশাপাশি দূষণ সৃষ্টি হয় না বলে পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে ক্রেতারা। ফলে একে কেন্দ্র করে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হচ্ছে। উৎপাদন ক্ষমতা বাড়িয়ে বাজারে অবস্থান আরও মজবুত করতে এবার নাসিকের দুই ইলেকট্রিক ভেহিকল নির্মাতা Jitendra EV Tech ও Hayasa E Mobility আগামী পাঁচ বছরে ১৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানিয়েছে।

বর্তমানে তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৫ লাখ ইউনিট। তবে নতুন করে লগ্নির মাধ্যমে তা বাড়িয়ে ২২ লক্ষ করার চিন্তাভাবনা চলছে। আবার Hayasa এক বিদেশি সংস্থার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার গঠন করে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়ে তোলার জন্য আরো ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকে নতুন কারখানা নির্মাণের ব্যাপারে এক জার্মান সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা।

Jitendra New EV Tech এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী আধিকারিক সামকিত শাহ বলেন, "এই মুহূর্তে ইলেকট্রিক বাইকের চাহিদা বিপুল এবং আমরা বছরে ১০ লাখ ইউনিট তৈরি করার মত কারখানা স্থাপনের পরিকল্পনা করেছি। আমরা আগামী ৫ বছরে ১০০০ কোটির বেশি টাকা বিনিয়োগ করব। এই জন্য আমরা নাসিকের কাছে একটি জমি শনাক্ত করেছি। আমরা আশা করছি চলতি অর্থবর্ষের শেষের দিকে নতুন প্ল্যান্টে কাজ শুরু করে দেওয়া যাবে।"

অন্য দিকে Hayasa-এর পরিষেবা বিভাগের প্রধান উদয় কৃষ্ণ বলেছেন, আমরা চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছি না। তাই আগামী তিন বছরে আমাদের উৎপাদন ক্ষমতা প্রতি বছর ১.২ লাখ থেকে বাড়িয়ে ১২ লাখ ইউনিট করার লক্ষ্যমাত্রা রাখছি। উৎপাদন ক্ষমতা আরো বাড়ানোর জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়াও ১০০ কোটি টাকা লগ্নি করে বৈদেশিক একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ত তৈরিরি কাজ আমরা শুরু করব।"

Tags:    

Similar News