বিশ্বকাপ সামনে আসতেই পাকিস্তানি ক্রিকেটে বড় ভোলবদল, অবসর ভেঙে ফিরে এলেন দুই‌ সেরা ক্রিকেটার

আইপিএল শেষ হতেই অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। আসন্ন ওই ইভেন্টটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু তার আগেই বড় আপডেট পাকিস্তান ক্রিকেট দলকে (Pakistan Cricket Team) নিয়ে। রবিবার একই দিনে দুটি সুখবর পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা। আবারও পাকিস্তানের জার্সিতে দেখা যাবে দলের মুখ্য দুইজন তারকাকে।

রবিবার পাকিস্তানি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াশিম (Imad Wasim) অবসর ভেঙ্গে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে তাকে আবার দলে ফেরানোর প্রচেষ্টা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এদিকে ওই দিন পেরোতে না পেরোতেই আবার অবসর ভেঙ্গে পাকিস্তানের জার্সিতে ফেরার কথা জানিয়েছেন পাক পেসার মোহাম্মদ আমির (Mohammad Amir)।

অবসর ভেঙ্গে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ফেরার প্রসঙ্গে আমির তার পোস্টে লিখেছেন, “আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি! আমাদের জীবনে মাঝে মধ্যে এমন একটা পর্যায় আসে, যখন সিদ্ধান্তগুলিকে পুনর্বিবেচনা করতে হয়। আমি মনে করি আমার জীবনেও সেই সময়টা এসেছে। আমার ও পিসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে যেখানে তারা সম্মানের সঙ্গে আমাকে অনুভব করিয়েছে যে, আমার প্রয়োজন ছিল দলের এবং আমি এখনো পাকিস্তানের হয়ে খেলতে পারি। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার পর আমি ঘোষণা করছি যে, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার জন্য আমি একেবারে প্রস্তুত। দেশের জন্য আমি এটা করতে চাই। কারণ এটা ব্যক্তিগত চাওয়া পাওয়ার উর্ধ্বে। সবুজ জার্সি গায়ে জড়ানো ও দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল। তা নিঃসন্দেহে ভবিষ্যতেও থাকবে।”

আবারও অবসর ভেঙ্গে এই দুই তারকাকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে শুধুমাত্র পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরাই উদ্ধুদ্ধ নয়, গোটা ক্রিকেটবিশ্বই তাদের অপেক্ষা করছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির পিচে বাঁ-হাতি স্পিনারের উদ্দেশ্যে ইমাদকে ফেরানো হয়েছে। অন্যদিকে মোহাম্মদ আমিরকে ফেরানোর কারণ, বর্তমানে পাক পেসার হ্যারিস রাউফ চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন।