সুখবর, Oppo Find X6 Pro, Oppo Reno 9 Pro ও OnePlus 11 ব্যবহারকারীরা পাচ্ছে Android 14 আপডেট

Oppo Find X6 Pro, Oppo Reno 9 Pro এবং OnePlus 11 স্মার্টফোন ব্যবহারকারীরাই শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস বিটা প্রোগ্রামের অংশ হতে পারবেন এই মুহূর্তে

Google চলতি মাসেই তাদের লেটেস্ট অপারেটিং সিস্টেম Android 14 -এর স্টেবল ভার্সন রিলিজ করবে বলে আশা করা হচ্ছে। তার আগেই Xiaomi, Samsung-র মতো সংস্থাগুলি এই অপারেটিং সিস্টেম ভিত্তিক বিটা প্রোগ্রাম রোলআউট করা শুরু করেছে। আজ আবার Oppo তাদের ফোন ব্যবহারকারীদের জন্য Android 14 ওএস -এর পাবলিক বিটা টেস্টিং রিলিজ করল। এক্ষেত্রে সংস্থাটি তাদের Android 14 ভিত্তিক ColorOS কাস্টম স্কিনের বিটা টেস্টিংয়ের প্রথম ব্যাচে মোট ৩টি ডিভাইসকে অন্তর্ভুক্ত করেছে। যার মধ্যে দুটি ফোন Oppo ব্র্যান্ডের, আর তৃতীয়টি সাব-ব্র্যান্ড OnePlus -এর।

Oppo তাদের তিনটি স্মার্টফোনের জন্য Android 14 OS পাবলিক বিটা প্রোগ্রামের ঘোষণা করল

ওপ্পো এবং ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামের একটি লেটেস্ট অফিসিয়াল নোটিশ অনুসারে, আলোচ্য দুটি সংস্থা ১৬ই আগস্ট থেকে চীনের মার্কেটে বিদ্যমান তিনটি হ্যান্ডসেটের জন্য রিলিজ করা অ্যান্ড্রয়েড ১৪ পাবলিক বিটা ভার্সন পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে ইতিমধ্যেই টেস্টার বা পরীক্ষক নিয়োগ করা শুরু করেছে। আর আজ আবেদনের শেষ দিন। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ৫ দিনের মধ্যে উপযুক্ত আবেদনকারীদের বাছাই করা হবে। তারপর নির্বাচিত প্রার্থীরা পরবর্তী ৩ দিনের মধ্যে ‘ওভার-দ্য-এয়ার’ (OTA) আপডেটের মাধ্যমে তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের বিটা সফ্টওয়্যার রিসিভ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

জানিয়ে রাখি, Oppo Find X6 Pro, Oppo Reno 9 Pro এবং OnePlus 11 স্মার্টফোন ব্যবহারকারীরাই শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস বিটা প্রোগ্রামের অংশ হতে পারবেন এই মুহূর্তে। মজার ব্যাপার হল, Oppo Find X6-কে বিটা প্রোগ্রামের প্রথম ব্যাচে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে সংস্থাটির সদ্য লঞ্চ করা Oppo Reno 10 Pro Plus মডেলের পরিবর্তে এর পূর্বসূরি অর্থাৎ Reno 9 Pro -কে আলোচ্য টেস্টিং প্রক্রিয়ার অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত আমাদের যথেষ্ট অবাক করেছে।

উল্লেখ্য, Oppo এখনো তাদের আপকামিং কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম ইউজার ইন্টারফেসের ফিচার বা উপলব্ধতা সম্পর্কে কিছু জানায়নি। কিন্তু যেহেতু সংস্থাটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৪ পাবলিক বিটা প্রোগ্রাম চালু করেছে, সেহেতু খুব শীঘ্রই কাস্টম স্কিনের ফিচারও প্রকাশ্যে আনা শুরু করা হতে পারে। এক্ষেত্রে আমাদের অনুমান, আগস্ট মাসের শেষে Oppo Find N3 স্মার্টফোনের জন্য আয়োজিত লঞ্চ ইভেন্টে নয়া কালার সফ্টওয়্যারটি ঘোষণা করতে পারে সংস্থাটি।