HomeAutomobileYamaha MT-25 2022 বাজারে এল নতুন রঙে, রয়েছে 250 সিসি-র প্যারালেল টুইন...

Yamaha MT-25 2022 বাজারে এল নতুন রঙে, রয়েছে 250 সিসি-র প্যারালেল টুইন ইঞ্জিন

ভারতে FZ-25 মডেলের বাইক বিক্রি হওয়ার কারণে এখানে 2022 Yamaha MT-25 শীঘ্রই আসবে না

ইয়ামাহা মোটরের ইন্দোনেশীয় শাখা সম্প্রতি MT-25 মডেলের নেকেড মোটরসাইকেলের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। স্ট্রিটফাইটার বাইকটির 2022 ভার্সনে নতুন আপডেট হিসেবে যুক্ত হয়েছে দু’টি নতুন পেইন্ট স্কিম। এছাড়া বাইকটিতে আর কোনও পরিবর্তন করা হয়নি।

2022 Yamaha MT-25 আনা হয়েছে একজোড়া কালার অপশনের সাথে – সংস্থার সিগনেচার মেটালিক ব্লু এবং মেটালিক ডার্ক গ্রে। প্রথমটিতে বাইকটির ট্যাঙ্ক প্যানেল এবং টেল সেকশনে মেটালিক ব্লু এবং লাইট ব্লু দিয়ে পেইন্ট করা হয়েছে।

দ্বিতীয়টিতে গ্রে কালারকে বেস হিসেবে রেখে তার উপর অরেঞ্জ এবং সায়ান রঙ দিয়ে হাইলাইট করা হয়েছে। বাইকের বডির পেইন্ট স্কিমের সাথে ম্যাচ করে চাকাতেও সেই রঙ করা হয়েছে। এই আপডেটগুলি ছাড়া পুরনো মডেলের সঙ্গে 2022 Yamaha MT-25 এর ডিজাইন বলুন বা স্পেসিফিকেশন, সমস্ত কিছু অপরিবর্তিত।

2022 Yamaha MT-25 আগের মতোই চলবে ২৫০ সিসি-র প্যারালেল টুইন ইঞ্জিনে, যা ৩৩.৫ বিএইচপি এবং ২৩.৬ এনএম টর্ক উৎপন্ন করে। একইসঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স। ভারতে FZ-25 মডেলের বাইক বিক্রি হওয়ার কারণে এখানে 2022 Yamaha MT-25 এখনই লঞ্চ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

RELATED ARTICLES

Most Popular