Apple iOS 16.2: আর ১০ মিনিটের বেশি চালু থাকবে না AirDrop, অ্যাপল ডিভাইসে আসছে বড় পরিবর্তন

Avatar

Published on:

Apple iOS 16.2 Bring Time Limit Airdrop

Apple ডেভেলপারদের জন্য iOS 16.2 এর রিলিজ ক্যান্ডিডেড ভার্সন রিলিজ করল। যেখানে অনেক পরিবর্তন ও নতুন ফিচার দেখা গেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল AirDrop এর কার্যকারিতায় পরিবর্তন আনা। আজ্ঞে হ্যাঁ! নতুন iOS 16.2 ভার্সনে AirDrop এর ‘এভরিওয়ান’ অপশনে সীমাবদ্ধতা আনছে Apple। এখন মাত্র ১০ মিনিট এটি চালু থাকবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই চীনের আইফোন ব্যবহারকারীদের জন্য এই ১০ মিনিটের সীমাবদ্ধতা আনা হয়েছিল। কারণ কিছু বিদ্রোহী এয়ারড্রপ ব্যবহার করে সরকার বিরোধী ছবি ছড়িয়ে দিচ্ছিলো বলে অভিযোগ সামনে এসেছিল।

জানিয়ে রাখি, iPhone, iPads, Mac -এ থাকা Airdrop ডিফল্ট রুপে ‘কন্টাক্টস অনলি’ থাকে। এছাড়াও আরও দুটি অপশন পাওয়া যায় – রিসিভিং অফ ও এভরিওয়ান। পরের অপশনটি সক্রিয় করলে যেকারো থেকে ব্যবহারকারী ফাইল রিসিভ করতে পারে। পাশাপাশি কোনো টাইম লিমিট নেই। তবে নয়া আপডেটে পরের সুবিধাগুলি আর পাওয়া যাবে না।

সঙ্গে থাকুন ➥