স্মার্টফোনে বিপ্লব, সর্বোচ্চ টাচ রেসপন্স রেটের সাথে লঞ্চ হল Black Shark 4 ও Black Shark 4 Pro

Avatar

Published on:

গেমিং স্মার্টফোনের জগতে অন্যতম সমীহ জাগানো নাম, Black Shark এর নেক্সট জেনারেশন সিরিজের ওপর থেকে অবশেষে পর্দা উঠলো। চীনে আজ Black Shark 4 ও Black Shark 4 Pro গেমিং ফোনদুটি লঞ্চ হয়েছে। Asus ROG Phone 5 সিরিজের মূল প্রতিদ্বন্দ্বী এই ফোনদ্বয়ের অন্যতম আকর্ষণ ৭২০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট৷ এছাড়াও ব্ল্যাক সার্ক ৪ সিরিজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসর, ২০ মেগাপিক্সেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা, ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Black Shark 4 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

দু-এক জায়গায় পার্থক্য ছাড়া ব্ল্যাক শার্ক ৪ ও ব্ল্যাক শার্ক ৪ প্রো একই স্পেসিফিকেশন পাওয়া যাবে। এই দুটি ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ (১০৮০x২৪০০ পিক্সেল) স্যামসাং E4 সুপার অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে। এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ৭২০ হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে৷ এছাড়া স্মার্টফোন দুটি ১,৩০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস ১১১ শতাংশ DCI-P3 কালার গ্যামেট যুক্ত।

অপটিক্সের প্রসঙ্গে আসলে দুটি ফোনেই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ব্ল্যাক শার্ক ৪, ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সরের সঙ্গে এসেছে৷ অন্যদিকে, ব্ল্যাক শার্ক ৪ প্রো-তে রয়েছে ৬৪ মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর৷ এছাড়া দুটি ফোনের বাকি ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল অটো-ফোকাস ম্যাক্রো ক্যামেরা। দুটি ফোনেই ২০ মেগাপিক্সেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা বর্তমান।

ব্ল্যাক শার্ক ৪ ফোনটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ব্ল্যাক শার্ক ৪ প্রো আরও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ এসেছে। এছাড়া ব্ল্যাক শার্ক ৪ সিরিজে পাবেন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক JOYUI 12.5 কাস্টম ওএস, লিকুইড কুলিং, Z-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, এবং একাধিক গেমিং ফিচার।

Black Shark 4 সিরিজের দাম

Black Shark 4 সর্বমোট ৪টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২,৪৯৯ ইউয়ান (২৭,৮৪১ টাকা), ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২,৬৯৯ ইউয়ান (৩০,০৬৯ টাকা), ১২ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২,৯৯৯ ইউয়ান (৩৩,৪১১ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩,২৯৯ ইউয়ান (৩৫,৭৫৪ টাকা)।

Black Shark 4 Pro তিনটি মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে। ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩,৯৯৯ ইউয়ান (৪৪,৫৫২ টাকা), ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪,৪৯৯ (৫০,১২৩ টাকা) ইউয়ান, এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজের দাম ৫,২৯৯ ইউয়ান (৫৯,০৩৬ টাকা)।

চীনের বাইরে গ্লোবাল মার্কেটে ফোন দুটির লভ্যতার বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥