হাজার টাকার কমে Boult Audio ProBass X1-Air দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল

Avatar

Published on:

ভারতীয় অডিও প্রোডাক্ট নির্মাতা Boult Audio (বোল্ট অডিও) আজ ProBass X1-Air (প্রোব্যাস এক্স ১-এয়ার) নামে একটি ওয়্যারলেস নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন লঞ্চ করল। এই ইয়ারফোনটির দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যেই; আবার বোল্ট অডিও প্রোব্যাস এক্স ১-এয়ার ফাস্ট চার্জিং সাপোর্টসহ ১০ ঘন্টার ব্যাটারি লাইফ, তিন মাস অবধি স্ট্যান্ডবাই টাইম অফার করবে। জল বা ঘাম থেকে প্রোডাক্টটির সুরক্ষিত রাখতে রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিংও। আসুন Boult Audio ProBass X1-Air ইয়ারফোনের সম্পূর্ণ ফিচার এবং লভ্যতা সম্পর্কে জেনে নিই…

Boult Audio ProBass X1-Air ইয়ারফোনের দাম, প্রাপ্যতা

ভারতের বাজারে সদ্য পা রাখা এই বোল্ট অডিও প্রোব্যাস এক্স ১-এয়ার ইয়ারফোনের দাম রাখা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। এটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। ক্রেতারা ইয়ারফোনটি কালো, নীল বা লাল রঙের বিকল্পে কিনতে পারবেন। সাথে মিলবে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি।

Boult Audio ProBass X1-Air ইয়ারফোনের স্পেসিফিকেশন

নতুন বোল্ট অডিও প্রোব্যাস এক্স ১-এয়ার নেকব্যান্ড-স্টাইলের ইয়ারফোনটি এয়ারস্পেস-গ্রেড অ্যালয় ড্রাইভার এবং মাইক্রো-ওয়েফার ড্রাইভারের সাথে এসেছে, যা গভীরতর, বিকৃতিমুক্ত ব্যাস (Bass) আউটপুট দেয়। অন্যদিকে এটিতে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফের সুবিধা বর্তমান এবং ফাস্ট চার্জিং সাপোর্টের থাকায় এটিকে ১.৫ ঘন্টার মধ্যে পুরোপুরি চার্জ করা যায়। নির্মাতা সংস্থা বোল্টের মতে প্রোব্যাস এক্স ১-এয়ার ইয়ারফোনটি তিনমাস পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে

এছাড়া বলে রাখি, এই Boult Audio ProBass X1-Air ইয়ারফোনে প্যাসিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি রয়েছে। আবার ভাল ফিটের জন্য এতে ৬০-ডিগ্রি কোণযুক্ত টানেলের ডিজাইন দেখা যাবে। এছাড়া এটিতে IPX5 রেটিং এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট রয়েছে। ইয়ারফোনটির ওজন মাত্র ৮৯ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥