PM WANI: সুখবর জুন মাসের মধ্যে ৩০ হাজার হটস্পট কেন্দ্র খুলতে চলেছে BSNL

Avatar

Published on:

আগামী জুন মাস নাগাদ সরকারের খাস PM-WANI অর্থাৎ প্রাইম মিনিস্টার্স Wi-Fi অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পের অাওতায় প্রায় ৩০ হাজার হটস্পট কেন্দ্র (প্লেস) জুড়তে চলেছে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল (BSNL)। এর ফলে সরকারি প্রকল্পটি যে ব্যাপকভাবে উপকৃত পাবে তা মুখে বলার অপেক্ষা রাখে না। ET Telecom থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম বা BIF -এর এক ইভেন্টে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডটের (DoT) উচ্চপদস্থ কর্তা (DDG-DS) বিবেক নারায়ণ সরকারের PM-WANI প্রকল্পের অধীনে BSNL -এর আনুমানিক ৩০ হাজার হটস্পট কেন্দ্র চালুর সত্যতা স্বীকার করে নিয়েছেন। এভাবে সরকার দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে চাইছে বলে নারায়ণ জানান। উল্লেখ্য, ভবিষ্যতে সমস্ত রেলওয়ে স্টেশনে উপলব্ধ হটস্পট কেন্দ্রগুলিও PM-WANI প্রকল্পের অধীনে আসতে চলেছে, যা ইউজারদের জন্য বেশ ভালো খবর।

Wi-Fi পরিষেবা প্রদানের জন্য গ্রামাঞ্চলে ৬০,০০০ সাইট স্থাপন করবে উত্তরপ্রদেশ সরকার

আজ্ঞে হ্যাঁ, ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরামের ইভেন্টে টেলিযোগাযোগ দপ্তরের কর্তা নারায়ণ স্বয়ং একথা জানিয়েছেন। তার বক্তব্য, ঘরে ঘরে ওয়াই-ফাই ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউপি সরকার সদ্য গ্রামাঞ্চলে ৬০ হাজারেরও বেশি সাইট স্থাপনের উদ্যোগ নিয়েছে। এরপর থেকেই কেন্দ্র লাগাতার চেষ্টা চালাচ্ছে যাতে আলোচ্য সাইটগুলিকে পিএম-ওয়ানি প্রকল্পের আওতায় শামিল করানো যায়। এই মর্মে তারা ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারকে বিশেষ আর্জি জানিয়েছে।

এদিকে পিএম-ওয়ানি প্রকল্পকে আরও সফল করে তুলতে টেলিযোগাযোগ দপ্তর (DoT) সদ্য USOF অর্থাৎ ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড চেয়ে আবেদন করেছে বলে নারায়ণ জানিয়েছেন। দেশের সর্বপ্রান্তে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে হলে আলোচ্য প্রকল্পটিকে ভর্ত্তুকির আওতায় আনা উচিত বলে তার দাবি।

জানিয়ে রাখি, দেশের সর্বত্র Wi-Fi হটস্পট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি আগামীদিনে ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এর ফলে নাগরিকদের সামনে বহু নতুন কাজের সুযোগ আসবে বলে মনে করা হচ্ছে। সর্বোপরি এর দ্বারা সরকারের ডিজিটাল ভারত নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হবে, যা দেশবাসীর পক্ষে সত্যিই আনন্দের খবর।

সঙ্গে থাকুন ➥