বহুমূল্য Apple ডিভাইসে দেখা যাচ্ছে গুরুতর সফ্টওয়্যার ইস্যু! সাবধান থাকতে এখনই করুন এই কাজ

Avatar

Published on:

Apple Product at High Risk

অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকছারই হ্যাকিং, ম্যালওয়্যার ইত্যাদি বিষয় সম্পর্কে সাবধানবাণী সামনে আসে। তবে হাই-সিকিউরিটির জন্য জনপ্রিয় Apple প্রোডাক্ট সম্পর্কেও এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া তথা CERT-In। ভারতের বৈদ্যুতিন তথা তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সাইবার সিকিউরিটি কোম্পানিটি Apple ইউজারদের iPhone, iPad এবং Apple Watch ইত্যাদি প্রোডাক্টগুলির দুর্বলতা সম্পর্কে ‘উচ্চ-তীব্র’ সতর্কতা জারি করেছে৷ CERT-In অর্গানাইজেশনের মতে, এই নামী-দামী Apple প্রোডাক্টের ত্রুটিগুলি উপেক্ষা করা হলে ডিভাইসের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে যেতে পারে এবং সংবেদনশীল ডেটা চুরি হয়ে যেতে পারে।

Apple ইউজারদের ঠিক কী বলেছে CERT-In?

গত ২৭শে অক্টোবর অর্থাৎ আগের সপ্তাহে সিইআরটি-ইন জানিয়েছে যে, বাজার কাঁপানো অ্যাপল প্রোডাক্টগুলিতে একাধিক দুর্বলতা খুঁজে পাওয়া গেছে যা আক্রমণকারীদের কোনো অনুমোদন ছাড়াই ইউজারের সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করা, ইচ্ছেমতো কোড এক্সিকিউট করা, সিকিউরিটি রুল বা সার্ভিস বাইপাস করাসহ নানাবিধ গর্হিত কাজের রাস্তা করে দিতে পারে। সোজা কথায় বললে, অ্যাপল ডিভাইসগুলিতে খুঁজে পাওয়া সাম্প্রতিক ত্রুটিগুলি সহজেই ইউজার ডেটার অখণ্ডতা এবং গোপনীয়তার সাথে আপোস করতে পারে। তাই সময়মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।

এইসব Apple প্রোডাক্টগুলিতে একাধিক দুর্বলতা খুঁজে পেয়েছে CERT-In

– অ্যাপল আইওএস (iOS) ভার্সন ১৭.১-এর পূর্ববর্তী এবং আইপ্যাডওএস ভার্সন ১৭.১-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল আইওএস ভার্সন ১৬.৭.২-এর পূর্ববর্তী এবং আইপ্যাডওএস ভার্সন ১৬.৭.২-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল আইওএস ভার্সন ১৫.৮-এর পূর্ববর্তী এবং আইপ্যাডওএস ভার্সন ১৫.৮-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল ম্যাকওএস সোনোমা (macOS Sonoma) ভার্সন ১৪.১-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল ম্যাকওএস ভেঞ্চুরা (Ventura) ভার্সন ১৬.৬.১-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল ম্যাকওএস মন্টেরে (Monterey) ভার্সন ১২.৭.১-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল টিভিওএস (tvOS) ভার্সন ১৭.১-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– অ্যাপল ওয়াচওএস (watchOS) ভার্সন ১০.১-এর পূর্ববর্তী সফ্টওয়্যার চালিত ডিভাইস।

– ১৭.১ ভার্সনের আগের অ্যাপল সাফারি (Safari) ব্রাউজার।

কীভাবে নিরাপদে থাকবেন?

ত্রুটি সম্পর্কে জানানোর পাশাপাশি ইউজারদের সতর্ক থাকার উপায়ও বাতলেছে সিইআরটি-ইন। সংস্থাটির মতে, ইউজারদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইওএস, ম্যাকওএস, টিভিওএস বা ওয়াচওএসের মতো প্রোডাক্টগুলি আপডেট করা প্রয়োজন। এতে করে, সফ্টওয়্যার দুর্বলতাগুলি এড়ানো যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপল কোম্পানি ইতিমধ্যেই এই বিষয়ে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে।

সঙ্গে থাকুন ➥