HomeTech Newsপ্রিপেইড প্ল্যানের দাম বাড়ায় ব্র্যডব্যান্ড পরিষেবা নিচ্ছে মানুষ, তবে BSNL-এর খারাপ সময়...

প্রিপেইড প্ল্যানের দাম বাড়ায় ব্র্যডব্যান্ড পরিষেবা নিচ্ছে মানুষ, তবে BSNL-এর খারাপ সময় অব্যাহত

প্রিপেইড ট্যারিফের মূল্যবৃদ্ধির ফলে Fixed Line Broadband গ্রাহকের সংখ্যা আরো বাড়তে পারে

ফিক্সড লাইন ব্রডব্যান্ড (FBB) পরিষেবা সরবরাহে রিলায়েন্স জিও’র (Reliance Jio) পরে এবার এয়ারটেলের (Airtel) কাছেও পরাজিত হল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা সংক্ষেপে বিএসএনএল (BSNL)। ট্রাই (TRAI) -এর ডিসেম্বর (২০২১) মাসের পরিসংখ্যানে সম্প্রতি এই তথ্য উঠে এসেছে। দেখা গেছে ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকেরা ক্রমশই BSNL -এর পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন। এর ফলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা আলোচ্য পরিষেবা সরবরাহকারীর তালিকায় তিন নম্বরে নেমে এসেছে। অথচ মাত্র কয়েক মাস আগেই BSNL -কে ফিক্সড লাইন ব্রডব্যান্ড (FBB) পরিষেবা সরবরাহকারীদের রাজা বলে গণ্য করা হতো!

উল্লেখ্য, গত নভেম্বর মাসে বিএসএনএল ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের ক্ষেত্রে Reliance Jio’র কাছে হার মানে। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মাসখানেকের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এয়ারটেলের কাছে পরাজিত হয়েছে যা বিএসএনএল অনুরাগীদের মর্মাহত করার পক্ষে যথেষ্ট। এখন আলোচ্য পরিষেবা সরবরাহকারী হিসেবে ভবিষ্যতে সংস্থাটি তাদের খোয়া যাওয়া মুকুট উদ্ধার করতে পারে কিনা সেটাই দেখার।

দেশে সার্বিকভাবে বাড়ছে Fixed Line Broadband পরিষেবার চাহিদা

বিএসএনএলের পক্ষে ফলাফল প্রতিকূল হলেও সার্বিকভাবে দেশে ফিক্সড লাইন ব্রডব্যান্ড (FBB) পরিষেবার গ্রাহক-সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে ট্রাইয়ের রিপোর্টে উঠে এসেছে। ডিসেম্বর মাসে প্রায় ২ মিলিয়ন নতুন গ্রাহক আলোচ্য পরিষেবার আওতায় নাম লিখিয়েছেন। তবে একই সময়ে অবশ্য Wireless Broadband ব্যবহারকারীদের সংখ্যায় ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের পক্ষ থেকে চারু পালিওয়াল জানিয়েছেন যে গত ডিসেম্বর মাসে মোট ১১.৫৪ মিলিয়ন গ্রাহক ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা ত্যাগ করেছেন। আগামীদিনে আলোচ্য পরিষেবা ত্যাগের এই ধারা বজায় থাকবে কিনা তা অবশ্য এখনই বলা যাচ্ছেনা।

প্রিপেইড ট্যারিফের মূল্যবৃদ্ধির ফলে Fixed Line Broadband গ্রাহকের সংখ্যা আরো বাড়তে পারে

এদিকে টেলিকম বিশেষজ্ঞদের অনুমান প্রিপেইড ট্যারিফের দাম বৃদ্ধির ফলে ফিক্সড লাইন ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা আরো বাড়তে পারে। তাছাড়া আগামী দিনে বেসরকারি টেলিকম অপারেটরগুলি পুনরায় রিচার্জ ট্যারিফের দাম বাড়ানোর কথা ভাবছে, ব্রডব্যান্ড পরিষেবা গ্রহণের ক্ষেত্রে যার প্রভাব পড়তে বাধ্য বলে আমাদের ধারণা।

RELATED ARTICLES

Most Popular