HomeGamesFree Fire Max Redeem Codes for 19 October 2022: আজ এই রিডিম...

Free Fire Max Redeem Codes for 19 October 2022: আজ এই রিডিম কোডে রয়েছে পুরস্কার

আজ অর্থাৎ ১৯ অক্টোবর গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন (Garena Free Fire Max Redeem Code 19 October)

Free Fire Max Redeem Code Today 19 October: গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমে বুহা ইভেন্ট শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। এই ইভেন্টে অংশগ্রহণ করে নির্দিষ্ট টাস্ক পূরণ করতে পারলেই গেমাররা পেয়ে যাবেন নতুন গেম মোড এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। তবে এছাড়াও গেমাররা চাইলে নিজেদের পয়সা খরচ করে স্পেশাল বান্ডেল এবং ফ্রি ডায়মন্ডের মতো ইনগেম আইটেম ইনস্টোর থেকে কিনে নিতে পারবেন। কিন্তু যে সমস্ত গেমাররা গেম খেলার জন্য পয়সা খরচ করতে নারাজ, তাদের জন্য প্রতিদিন রিলিজ করা হচ্ছে ফ্রি রিডিম কোড। এই কোডগুলি আনলক করলেও তারা বিনামূল্যে পেয়ে যেতে পারেন বিভিন্ন আইটেম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire Max রিডিম কোডগুলি।

১৯ অক্টোবরের গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড (Garena Free Fire Max Redeem Code 19 October)

MCPW3D28VZD6

V427K98RUCHZ

MCPW2D1U3XA3

UVX9PYZV54AC

FFDBGQWPNHJX

MCPW2D1U3XA3

6KWMFJVMQQYG

EYH2W3XK8UPG

FFCMCPSUYUY7E

HFNSJ6W74Z48

HHNAT6VKQ9R7

2FG94YCW9V4

TDK4JWN6RD6

XFW4Z6Q882WY

V44ZZ5YY7CBS

XZJZE25WEFJJ

HNC95435FAGJ

FFCMCPSEN5MX

WD2ATK3ZEA55

E2F86ZREMK49

NPYFATT3HGSQ

MCPW2D2WKWF2

4TPQRDQJHVP4

ZZZ76NT3PDSH

FFCMCPSJ99S3

BR43FMAPYEZZ

Garena Free Fire Max ফ্রি কোড কীভাবে রিডিম করবেন

ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে প্রথমেই ঢুকতে হবে গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।

এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।

এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ‘কনফার্ম& বাটনে ক্লিক করুন।

এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘ওকে’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular