Hero MotoCorp পুলিশের হাতে একশোর বেশি মোটরবাইক তুলে দিল, মহিলাদের নিরাপত্তা রক্ষায় চলবে টহলদারি

Updated on:

দেশের বৃহত্তম দু’চাকার গাড়ি প্রস্তুতকারী হিরো মটোকর্প (Hero MotoCorp)। সংস্থাটিকে প্রায়সই নানা সামাজিক উদ্যোগ নিতে দেখা যায়৷ যেমন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নাগপুর পুলিশ কমিশনারেট এবং দমকল বাহিনীর হাতে ৬০টি স্কুটার ও ৫০০টি হেলমেট দিয়েছে তারা৷ এবার হিমাচল প্রদেশ পুলিশ বাহিনীর হাতেও ১০৮টি মোটরসাইকেল তুলে দিল হিরো৷ গতকাল আন্তর্জাতিক নারী দিবসের দিন হিমাচলের হামিরপুরে ‘মহিলা সুরক্ষা কবচ’ অনুষ্ঠানে সম্পন্ন হয় টহলদারির জন্য পুলিশদের মধ্যে বাইক বিতরণ কর্মসূচী। হিমাচলের মহিলাদের সুরক্ষা প্রদানে যাতে কোনো খামতি না থাকে, সেইজন্যই এই পদক্ষেপ সংস্থাটির৷

সেই ১০৮টি বাইক হামিরপুর পুলিশ স্টেশনের পাশাপাশি চম্বা, হামিরপুর, উনা, বিলাসপুর, কাঙ্গরা, সিরমাউর এবং মান্ডি জেলার নারীদের প্রতি অপরাধমূলক কার্যকলাপ ঠেকাতে টহল দেওয়ার কাজে ব্যবহৃত হবে। বাইক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমাল এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সঞ্জয় কুণ্ডু। উক্ত অনুষ্ঠানে বক্তৃতায় অনুরাগ ঠাকুর বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা সরকারের কাছে সর্বাধিক জরুরি।

অনুরাগ ঠাকুর রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে এদিন বলেন, “হিমাচল প্রদেশের মহিলারা নিজেদের জীবনে চিরকাল নেতৃত্ব এবং অগ্রগতির বার্তা দিয়ে এসেছে। ইদানিং, মহিলাদের সুরক্ষার্থে নানাবিধ আইন সংশোধন করা হলেও রাজ্যের নারীদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন।” গতকালের অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ছিলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল৷

অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি মন্তব্য করেন, “মহিলারা চাইলে আকাশ ছুঁতে পারে। খেলাধুলায় যা বারবার প্রমাণ করে এসেছেন তাঁরা। কিন্তু আমাদের কঠোর পরিশ্রমের সাথে পরিবার, সমাজ এবং সরকারের সমর্থনেরও প্রয়োজন।”

সঙ্গে থাকুন ➥