বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারী Ather Energy-তে 420 কোটি টাকা লগ্নির সিদ্ধান্ত নিল Hero MotoCorp

Avatar

Published on:

আমরা সকলেই জানি ভারতের বৃহত্তম দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হচ্ছে Hero MotoCorp। এবছর সংস্থাটি আবার নিজেদের বৈদ্যুতিক টু-হুইলার নিয়ে আসতে চলেছে। অন্যদিকে সংস্থাটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইভি (EV) স্টার্টআপ Ather Energy-তে অনেক আগেই বিনিয়োগ করেছিল। তবে এবার বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে নিজের অংশীদারিত্ব বৃদ্ধির কথা ঘোষণা করল Hero MotoCorp।

বেঙ্গালুরুর সংস্থা এথার এনার্জি (Ather Energy)-তে এবারে মোট ৪২০ কোটি টাকা লগ্নি করতে চলেছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। তবে লগ্নি হবে দুটি পর্যায়ে। এই বিনিয়োগের প্রসঙ্গে ঘোষণার সময়ে এথার এনার্জি-তে হিরোর শেয়ারের পরিমাণ ছিল ৩৪.৮ শতাংশ। লগ্নির পর এই পরিমাণটি যে বাড়বে তা বলাই বাহুল্য। তবে পরিমাণ বৃদ্ধির শতকরা হার কত দাঁড়াবে তা নির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয়।

লগ্নির প্রসঙ্গে হিরো মোটোকর্প-এর প্রধান স্বদেশ শ্রীবাস্তব (এমার্জিং মবিলিটি বিজনেস ইউনিট) বলেছেন, “ এথার এনার্জি-র প্রথম সারির লগ্নিকারীদের মধ্যে একটি হলাম আমরা৷ আগামীতেও এই অংশীদারিত্ব বাড়ানোর কাজ জারি থাকবে। এথার এনার্জি-র প্রগতি দেখে ভীষণ উচ্ছ্বসিত আমরা।”

এদিকে বর্তমানে দেশে ইলেকট্রিক টু-হুইলার নির্মাণে প্রথম সারির সংস্থাগুলির মধ্যে একটি হল এথার এনার্জি। সংস্থার লাইনআপে 450X450 Plus -এই দুটি উচ্চগতির ইলেকট্রিক স্কুটার রয়েছে। সম্প্রতি নিজেদের দুটি মডেলে ৫,৫০০ টাকা দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে কোম্পানিটি।

সঙ্গে থাকুন ➥