Google Photos অ্যাপে থাকতে পারে অনেক ব্যক্তিগত ছবি, অন্যের হাতে যাওয়ার আগে করুন এই কাজ

Avatar

Published on:

এখনকার দিনে অ্যান্ড্রয়েড ফোনগুলি Google Photos (গুগল ফটোস) এর সুবিধা সহ আসে। যেখানে আমাদের ফোনের ক্যামেরায় তোলা ছবি জমা হয়। এর মধ্যে কিছু ব্যক্তিগত ছবিও থেকে থাকে। তাই আপনার ফোন কখনও অন্যের হাতে পড়লে এবং এই ব্যক্তিগত ছবিগুলি বেহাত হওয়ার সম্ভাবনা প্রবল, যা আপনাকে পরবর্তীতে বিপদে ফেলতে পারে। তবে আপনি জানেন কি যে, Google Photos-এর একটি সিকিউরিটি ফিচার রয়েছে, যা প্রয়োজনীয় ছবি অপব্যবহার হওয়ার হাত থেকে বাঁচায়। আসুন এই সিকিউরিটি ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

গুগল ফটোস লকড ফোল্ডার (Google Photos Locked Folder)

আমরা যে সিকিউরিটি ফিচারের কথা বলেছি, তার নাম লকড ফোল্ডার। আপনি Google Photos-এর মধ্যে স্ক্রিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা পিন ব্যবহার করে লকড ফোল্ডার তৈরি করতে করতে পারবেন। এখানে থাকা ফটো অন্য কোথাও দেখা যাবে না। আবার আপনি ছাড়া অন্য কেউ এই ফোল্ডারের অ্যাক্সেস পাবে না।

গুগল ফটোস অ্যাপে লকড ফোল্ডার কীভাবে বানাবেন (How to make Locked Folder in Google Photos)

১. প্রথমে Google Photos অ্যাপ ওপেন করে ডানদিকের কোণায় ‘Library’ আইকনে ক্লিক করুন।

২. এবার ‘Utilities’ ট্যাবে ক্লিক করুন।

৩. এখানে একটি ‘Set Up Locked Folder’ অপশন দেখা যাবে। এরপর ‘Get Started’ অপশনে ক্লিক করুন

৪. এবার স্ক্রিনের নীচে ডানদিকে কোণায় ‘Set Up’ অপশনে ক্লিক করুন।

৫. ফোল্ডারটির জন্য স্ক্রিন লক সেট করুন।

৬. এই লকড ফোল্ডারে ছবি এবং ভিডিও আনতে ‘Move Item’ বাটনে ট্যাপ করুন।

৭. ছবি, ভিডিও নির্বাচন করে ‘Move’ অপশনে ট্যাপ করুন। ফোল্ডারে এবার নির্বাচিত ফাইলগুলি দেখতে পাবেন।

সঙ্গে থাকুন ➥