দাম হতে পারে ৭ হাজার টাকার কম, ভারতে আসছে Infinix Hot 10 Play

Avatar

Published on:

চলতি বছরের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল Infinix Hot 10 Play। ইনফিনিক্স ওইসময় ফিলিপাইন ও পাকিস্তানের মার্কেটে ফোন দুটিকে উপলব্ধ করেছিল। এবার এই ফোনটি ভারতে আসছে। সম্প্রতি এই ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন লাভ করেছে। ইনফিনিক্স হট ১০ প্লে ফোনে আছে পাওয়ারফুল ব্যাটারি, মিনি ড্রপ নচ ডিজাইন ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

টিপস্টার মুকুল শর্মা Infinix Hot 10 Play ফোনটিকে ভারতীয় সার্টিফিকেশন খুঁজে পেয়েছেন। এখানে ফোনটি X688C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত ছিল। প্রসঙ্গত গ্লোবাল মার্কেটেও ফোনটি একই মডেল নম্বর সহ লঞ্চ হয়েছিল। এদিকে BIS সার্টিফিকেশন সাইট থেকে ইনফিনিক্স হট ১০ প্লে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। যদিও সার্টিফিকেশন পাওয়ার অর্থ ফোনটি দ্রুত ভারতে লঞ্চ হবে।

Infinix Hot 10 Play এর দাম এবং স্পেসিফিকেশন

পাকিস্তানে ইনফিনিক্স হট ১০ প্লে এর দাম রাখা হয়েছিল ১৬,৯৯৯ পাকিস্তানি রুপি (প্রায় ৭,৭৩০ টাকা)। আবার ৪,২৯০ ফিলিপাইন পেসো (প্রায় ৬,৫০০ টাকা) তে ফোনটি ফিলিপাইনে লঞ্চ হয়েছিল। এই ফোনটি দুটি কালারে পাওয়া যাবে- এজিয়ান ব্লু এবং মোরান্দি গ্রীন।

স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬৪০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াট চার্জিং সাপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥