Harley Davidson তৈরি হত এখানে, এবার সেই কারখানাতে ই-স্কুটার বানাবে দেশীয় সংস্থা LML

Avatar

Published on:

নব্বইয়ের দশকে ভারতের বাজারে রমরমিয়ে ব্যবসা করেছে LML। প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে একসময় বাজার থেকে বিদায় নিলেও ভারতের দু’চাকা গাড়ির জগতে পুনরায় এন্ট্রির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা। তবে এবার সংস্থাটি ফিরছে বৈদ্যুতিক স্কুটার নিয়ে। LML Electric বলে একটি নতুন সংস্থা গড়ে। বিদ্যুৎচালিত স্কুটার তৈরির জন্য হরিয়ানার বাওয়ালে Saera Electric Auto-র কারখানাটি ব্যবহার করবে তারা। সংস্থাটির তরফ থেকে গতকাল তেমনই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে যে, একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে LML Electric ও Saera Electric Auto।

উল্লেখ্য, ভারত থেকে ব্যবসা গোটানোর আগে হার্লে ডেভিডসনের পণ্য তৈরি করেছে Saera Electric Auto। তাই LML-এর লক্ষ্য, একটি ফিউচার রেডি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তুলে Saera-র প্রযুক্তি, অভিজ্ঞতা, ও দক্ষতা যতটা সম্ভব কাজে লাগানো।

হরিয়ানার বাওয়ালের ওই কারখানাটি ২,১৭,৮০০ স্কোয়ার ফুট জমির উপর অবস্থিত। এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৮০০০ ইউনিট। কারখানাটির মাধ্যমে এলএমএল-এর লক্ষ্য ২০২৫-এর মধ্যে সম্পূর্ণরূপে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট তৈরি। এই প্রসঙ্গে সংস্থার সিইও যোগেশ ভাটিয়া বলেন, “আমরা চাই অটোমেকাররা আমদানির উপর নির্ভরতা কমিয়ে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে জোর দিক। আমরা নিশ্চিত যে Saera-র সাথে আমাদের পার্টনারশিপ ভারতে ইভি উৎপাদনের ভবিষ্যতকে নতুন করে সংজ্ঞায়িত করবে।”

প্রসঙ্গত, এলএমএল যাত্রা শুরু করেছিল ১৯৭৯ সালে। একদা ভারতের রাস্তায় সংস্থাটির টু-হুইলার দেখতে পাওয়া কমন ব্যাপার ছিল। পরবর্তীতে অস্বিত্ব সংকটে পড়লেও এখন নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে তারা। সংস্থাটির আসন্ন বৈদ্যুতিক দু’চাকা গাড়িগুলির দাম হাতের নাগালে থাকবে বলেই জানানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥