সেপ্টেম্বর থেকে গাড়ির দাম বাড়াচ্ছে Maruti Suzuki, কী কারণে এই সিদ্ধান্ত?

Avatar

Published on:

সামনের মাস থেকেই সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি (Maruti Suzuki)। অন্যান্য খরচ (ইনপুট কস্ট) বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, এর আগে জানুয়ারি ও এপ্রিলে বিভিন্ন মডেলের গাড়ির দাম বাড়িয়েছিল মারুতি সুজুকি।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, “আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়ার ফলে বিগত কয়েক বছরে আমাদের গাড়ির দাম বিরূপভাবে প্রভাবিত হয়েছে। এতএব, দাম দৃদ্ধি করে এই বাড়তি খরচ আমরা কিছুটা গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

Maruti Suzuki গাড়ির দাম বাড়ছে

সেপ্টেম্বর থেকে মারুতি সুজুকির প্রত্যেকটি মডেলের উপর প্রযোজ্য হবে নতুন দাম। গাড়িগুলির ক্ষেত্রে দাম বৃদ্ধির পরিমাণ কতটা হবে তা অবশ্য এখনও জানায়নি সংস্থাটি।

প্রসঙ্গত, এপ্রিলে গাড়ির এক্স-শোরুম (দিল্লি) দাম ১.৬ শতাংশ এবং জানুয়ারিতে কয়েকটি মডেলের দাম ৩৪,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল মারুতি সুজুকি। সেপ্টেম্বর থেকে কোম্পানির গাড়ির দাম কীরকম হারে বাড়তে পারে, এখন সেটাই দেখার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥