একাধিক ফিটনেস মোড সহ আসছে সস্তা স্মার্টওয়াচ Mi Watch Lite

Avatar

Published on:

এমাসের শুরুতে ইউরোপে লঞ্চ হয়েছিল Mi Watch। এবার এর সস্তা ভ্যারিয়েন্ট আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। সম্প্রতি আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC তে দেখা গেল Mi Watch Lite কে। যার মডেল নম্বর REDMIWT02। সার্টিফিকেশন সাইট থেকে এই স্মার্টওয়াচ সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। মি ওয়াচ লাইট ১.৪ ইঞ্চি স্ক্রিনের সাথে আসবে। আবার এতে থাকবে ২৩০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

প্রসঙ্গত গত সেপ্টেম্বরে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ওয়েবসাইটে REDMITW01 মডেল নম্বর সহ একটি স্মার্টওয়াচকে দেখা গিয়েছিল। এরপর একই ফিচার সহ REDMIWT02 মডেল নম্বরের সাথে এই স্মার্টওয়াচকে Demko সার্টিফিকেশন সাইটেও দেখা যায়। যারপর জানা যায় এই স্মার্টওয়াচ এর নাম হবে Mi Watch Lite। একই মডেল নম্বর সহ এবার এফসিসি সার্টিফিকেশন সাইটেও অন্তর্ভুক্ত করা হল।

FCC সাইটে Mi Watch Lite এর রিটেল প্যাকেজের ছবিও আপলোড করা হয়েছে। এখান থেকে জানা গেছে, মি ওয়াচ লাইট ১.৪ ইঞ্চি টাচ স্ক্রিন সহ আসবে। এর ডিসপ্লে ডিজাইন বর্গাকার। এতে অটো ব্রাইটনেস ফিচার থাকবে। আবার ৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এই স্মার্টওয়াচে পাবেন ২৩০ এমএএইচ ব্যাটারি।

এছাড়াও জানা গেছে Mi Watch Lite অনেকগুলি ফিটনেস মোড সহ আসবে। যার মধ্যে সুইমিং, স্লীপ প্রভৃতি অন্তর্ভুক্ত থাকবে। আবার এটি ২৪ ঘন্টা রেট ট্র্যাকিং সমর্থ হবে। এতে থাকবে বিল্ট ইন স্ট্যান্ডঅ্যালোন জিপিএস ও ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি। আশা করা যায় মি ওয়াচ লাইট নভেম্বর বা ডিসেম্বরে লঞ্চ হবে। যদিও Xiaomi তাদের নতুন এই প্রোডাক্ট সম্পর্কে কিছু জানায়নি।

সঙ্গে থাকুন ➥