Apple, Google এর পর এবার নিজস্ব চিপ নিয়ে হাজির Microsoft, ফোন নাকি অন্য কাজে‌‌ ব্যবহার হবে?

Avatar

Published on:

Microsoft own Custom Chips Unveiled

এতদিন বিভিন্ন টেক কোম্পানিগুলি ইন্টেল, কোয়ালকম, মিডিয়াটেকের মতো থার্ডপার্টির তৈরি করা চিপ নিজেদের ডিভাইসে ব্যবহার করতো। তবে বর্তমানে কোম্পানিগুলি চিপের জন্য আর কোনো রকম থার্ডপার্টি সংস্থার উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। তারা নিজেরাই চিপ তৈরি করতে শুরু করেছে। আগেই Apple নিয়ে এসেছে M সিরিজের চিপ।‌ আবার Google-এর আছে Tensor। আর নয়া রিপোর্ট অনুযায়ী, Microsoft-ও তাদের নিজস্ব চিপ নিয়ে এসেছে।

সম্প্রতি মাইক্রোসফ্ট ইগনাইট ইভেন্টে, Microsoft Azure Maia AI Accelerator এবং Microsoft Azure Cobalt CPU নামে দুটি বিশেষ চিপ এবং সিস্টেমের উপর থেকে পর্দা সরানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে ক্লাউড সার্ভিসে বিভিন্ন কাজের জন্য তারা নিজেরাই বিশেষভাবে এই চিপগুলি ডিজাইন করেছে।

এই Maia AI অ্যাক্সিলারেটর চিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং জেনারেটিভ AI-এর উপর লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এদিকে, কোবল্ট সিপিইউ একটি আর্ম-ভিত্তিক প্রসেসর, যা মাইক্রোসফ্ট ক্লাউডের মধ্যে সাধারণ কম্পিউটিং কাজগুলি পরিচালনা করতে সক্ষম।

আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতে, এই চিপগুলি মাইক্রোসফ্টের ডেটা সেন্টারগুলিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে প্রথমে তারা Microsoft Copilot এবং Azure OpenAI সার্ভিসে এই চিপ ব্যবহার করবে।

সঙ্গে থাকুন ➥