OnePlus 9R ফোনে এল OxygenOS 11.2.4.4 আপডেট, Bitmoji AOD সহ যুক্ত হল একাধিক নতুন ফিচার

Updated on:

প্রায় মাস দুয়েক পর নতুন সফটওয়্যার আপডেট এল OnePlus 9R স্মার্টফোনে। OxygenOS 11.2.4.4 বিল্ড নম্বরের সাথে নতুন এই সিস্টেম আপডেট রোলআউট করা হয়েছে OnePlus 9R-এ। এই আপডেট ফোনে একাধিক নতুন ফিচার যুক্ত করবে। পাশাপাশি ফোনটি জুলাই মাসের সিকিউরিটি প্যাচ পাবে।

OnePlus 9R ফোনে এল OxygenOS 11.2.4.4 আপডেট

ওয়ানপ্লাস কমিউনিটির অফিসিয়াল পোস্ট অনুসারে, অক্সিজেন ওএস ১১.২.৪.৪ আপডেট জুলাই মাসের সিকিউরিটি প্যাচ নিয়ে এসেছে। সেইসঙ্গে এটি আপডেটেড জিএমএস প্যাকেজ (জুন ২০২১)-সহ এসেছে। লেটেস্ট সফটওয়্যার বিল্ডটি ওয়ানপ্লাস ৯আর-এর অলওয়েজ অন ডিসপ্লেতে (এওডি) নতুন স্ক্রিনশট ফিচার যোগ করেছে। এখানেই শেষ নয়, আপডেটটি বিটমোজি এওডি অপশন যোগ করেছে। সেইসঙ্গে প্রতিবারের মতো এবারও কিছু ছোটখাট সমস্যা ফিক্স করা হয়েছে।

যথারীতি ব্যাচ ধরে অক্সিজেন ওএসের নতুন আপডেট রোলআউটের কাছ চলছে৷ এতএব, এটি প্রত্যেক ওয়ানপ্লাস ৯আর ব্যবহারকারীর চাছে পৌছতে কিছুটা সময় নেবে।

OnePlus 9R OxygenOS 11.2.4.4 অফিসিয়াল চেঞ্জলগ

  • থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলির ওভারহিটিং কন্ট্রোল ম্যানেজমেন্ট অপ্টিমাইজেশন।
  • কিছু পরিস্থিতিতে দ্রুত রিপ্লাই দেওয়ার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করা হয়েছে।
  • সিকিউরিটি প্যাচ জুলাইতে উন্নীত করা হয়েছে।
  • জুনের জিমিএস (গুগল মোবাইল সার্ভিস) প্যাকেজ আপডেট।
  • অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে।
  • অলওয়েজ অন ডিসপ্লে (এওডি)-র জন্য নতুন স্ক্রিনশট ফিচার যোগ করা।
  • স্ন্যাপচ্যাটের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি বিটমোজি এওডি যুক্ত করা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥