প্রথম সেলেই হিট! মাত্র পাঁচ মিনিটে প্রায় ১১৮ কোটি টাকার OnePlus 9RT স্মার্টফোন বিক্রি হল

Avatar

Published on:

গত সপ্তাহে একটি লঞ্চ ইভেন্টে চীনে OnePlus 9RT আত্মপ্রকাশ করেছিল। স্মার্টফোনটি গত মার্চে লঞ্চ হওয়া OnePlus 9R-এর আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে আনা হয়েছিল। আজ চীনে স্থানীয় সময় সকাল দশটা নাগাদ OnePlus 9RT-এর সেল শুরু হয়. এর কিছুক্ষণ পর ওয়ানপ্লাস একটি বিবৃতিতে জানায়, তারা আজ ১১৮ কোটি টাকার ফোন বিক্রি করেছে। সেল শুরুর পাঁচ মিনিটের মধ্যে নয়া ফোনের বিক্রির অঙ্ক ১০০ মিলিয়ন ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮ কোটি টাকা) ছাড়িয়ে যায় বলে তাদের দাবি।

চীনে ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট-সহ একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে OnePlus 9RT এর সেল শুরু হয়। সে দেশে স্মার্টফোনটির ৮ জিবি/ ১২৮ জিবি, ৮ জিবি/২৫৬ জিবি, এবং ১২ জিবি/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দান যথাক্রমে ৩,১৯৯ ইউয়ান, ৩,৩৯৯ ইউয়ান, এবং ৩,৬৯৯ ইউয়ান৷ ফোনটি ব্ল্যাক, সিলভার, এবং ব্লু কালারে বেছে নেওয়া যায়।

OnePlus 9RT স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোনে ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেলফির জন্য ওয়ানপ্লাস ৯আরটি-তে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে।

আবার পিছনে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥