Race নয় স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে প্রথম ফোন হবে Realme Koi

Avatar

Published on:

আগামী বছরের প্রথমার্ধেই স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে রিয়েলমি লঞ্চ করতে চলেছে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ফোনটির নাম হবে Realme Koi। চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে ফোনটির জন্য একটি ডেডিকেটেড প্রোফাইলও ইতিমধ্যে তৈরি করা হয়েছে। উল্লেখ্য, প্রথমে অনুমান করা হয়েছিল Realme Race হবে সংস্থার প্রথম ফোন, যেটি সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকমের মোস্ট পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি-তে চলবে৷ তবে গতকালই রিয়েলমির পক্ষ থেকে বলা হয়েছিল, এটি সংস্থার ঘরোয়া মার্কেটে নতুন একটি স্মার্টফোন সিরিজের অংশ হবে৷ সেক্ষত্রে আজ যাবতীয় যবনিকার অবসান ঘটিয়ে Realme জানাল, গ্লোবাল মার্কেটের জন্য স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের চলা রিয়েলমির প্রথম ফোনের নাম হবে Realme Koi৷

রঙ ও সৌন্দর্যের জন্য Koi ফিশের খ্যাতি বিশ্বজোড়া। চীনা ও জাপানি সংস্কৃতিতে এই মাছের অর্থ সৌভাগ্য। ঘরের শোভাবর্দ্ধনের জন্য অবস্থাপন্ন মানুষেরা শখ করে এই দামি মাছটিকে অ্যাকোরিয়ামে রাখেন। মাছটির কিছু প্রজাতির দামও আকাশছোঁয়া। সুতারাং, Realme Koi ফোনটি যে আকর্ষণীয় ডিজাইন ও ভাইব্রান্ট কালারের সাথে আসতে পারে, তা এখন থেকেই কিছুটা আন্দাজ করা যায়৷

সাম্প্রতিক রিপোর্ট বলছে, রিয়েলমির কই ফোনটির কোডনেম হবে Race ও মডেল নম্বর RMX2022৷ এই ফোনে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ তে চলবে।

GSMArena-এর হাতে ফোনটির রিয়ার প্যানেলের ছবি এসে পৌঁছেছিল৷ সেখানে দেখা গিয়েছিল, ফোনটির রিয়ার গ্লাস প্যানেলে কার্ভড এজ আছে৷ ফোনটির সামনে ডিজাইন কেমন হবে তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায় নি৷ ফোনটির ক্যামেরা মডিউলে থাকবে চারটি ক্যামেরা৷ উইবোতে ফোনটির জন্য তৈরি করা ডেডিকেটেড প্রোফাইল থেকে শীঘ্রই এর সর্ম্পকে আরও তথ্য প্রকাশ করা হবে বলে আমরা আশা করতে পারি৷

সঙ্গে থাকুন ➥