সুখবর, Redmi 10 Prime ভারতে আসছে ৩ সেপ্টেম্বর! বিশেষত্ব জেনে নিন

Avatar

Published on:

আর কিছুদিনের মধ্যে ভারতে স্মার্ট লিভিং কনফারেন্সের আয়োজন করতে চলেছে শাওমি (Xiaomi)৷ পাশাপাশি, চীনা ব্র্যান্ডটি একটি নতুন টিজারও শেয়ার করে ইঙ্গিত করেছে যে, সে দিন রেডমি (Redmi) ব্র্যান্ডের এক নতুন স্মার্টফোন আত্মপ্রকাশ করতে পারে৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া এবং শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন হ্যান্ডসেটের প্রোডাক্ট পেজ লাইভ করে রাখা হয়েছে৷

লঞ্চের দিন আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয় নি৷ তবে, শাওমির ওয়েবসাইটে সেট করা কাউন্ডটাউন টাইমার ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় গিয়ে থামছে৷ এছাড়া টিজারে অ্যাডাপ্টিভ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও প্রসেসর-সহ বেশ কয়েকটি ফিচারের কথা উল্লেখ করা হয়েছে৷ ফলে এটি যে কিছু দিন আগে মালয়েশিয়ায় পা রাখা Redmi 10 ছাড়া আর কোনও স্মার্টফোন নয়, তা জোর দিয়ে বলা যায়৷ তবে Redmi 10 নামে নয়; সবকিছু এক রেখে কেবলমাত্র স্মার্টফোনটি Redmi 10 Prime নামে ভারতে লঞ্চ করবে শাওমি৷

এমনিতেই বেশ কিছু দিন ধরে শাওমি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে একগুচ্ছ প্রাইম নম্বরকে টিজ করে চলেছে৷ আবার Redmi India-র অ্যাকাউন্টের নাম বদলে দশটি প্রাইম নম্বর রাখা হয়েছে। সুতরাং, এর থেকে বড় আভাস আর কিছু হয় না৷

Redmi 10 Prime স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিব্রান্ডেড ভার্সন হওয়ার ফলে রেডমি ১০ প্রাইম, রেডমি নোট ১০-এর মতো ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ ডিসপ্লে-সহ আসতে পারে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার হতে পারে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম + ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্পে পাওয়া যেতে পারে।

রেডমি ১০ প্রাইমের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥