Redmi K30 4G ও Poco F3 স্মার্টফোনে Android 12 নির্ভর লেটেস্ট MIUI 13 আপডেট এল

Avatar

Published on:

গত জানুয়ারি থেকে শাওমি, রেডমি, পোকোর বিভিন্ন প্রিমিয়াম ও মিড-রেঞ্জ স্মার্টফোনে Android 12 নির্ভর MIUI 13 আপডেট রোলআউটের উদ্যোগ শুরু হয়েছে।
সাম্প্রতিক কালে সংস্থাগুলির বিভিন্ন হ্যান্ডসেটে ওই আপডেট এসে পৌঁছনোর খবর সামনে এসেছে। আর এখন Redmi K30 4G এবং Poco F3 স্মার্টফোনেও শাওমির মোবাইল সফটওয়্যারের লেটেস্ট আপডেট পেতে শুরু করল।

মজার বিষয় হল, চীনে যে ডিভাইসটি Redmi K40 নামে পরিচিত, সেটাই আবার আর্ন্তজাতিক বাজারে Poco F3 নামে উপলব্ধ। চীনে Redmi K40 আগেই MIUI 13 ভার্সনে আপগ্রেড হয়েছে। এতএব, Poco F3 মডেলে আপডেটটি আসা সময়ের অপেক্ষা ছিল। অন্য দিকে, Redmi K30 স্মার্টফোনটি আসলে চীনে লঞ্চ হওয়া Redmi K30-এর 4G ভার্সন।

প্রসঙ্গত, বর্তমানে MIUI 13 আপডেট POCO F3-এর শুধুমাত্র EEA সংস্করণের জন্য লাইভ করা হয়েছে, যার বিল্ড নম্বর V13.0.3.0.SKHEUXM । অন্যদিকে, Redmi K30 4G-এর জন্য একই আপডেট V13.0.1.0.SGHCNXM বিল্ড নম্বরের সাথে এসেছে‌। লেটেস্ট সিস্টেম আপডেটটি ফোনগুলির অ্যান্ড্রয়েড ভার্সনকে Android 12-এ আপগ্রেড করেছে।

ওটিএ আপডেটের মতো MIUI 13 ভার্সনটি ব্যাচ ধরে রোলআউট চলছে এবং প্রত্যেক ব্যবহারকারীর কাছে পৌঁছতে কিছুটা সময় নেবে। Poco F3 এবং Redmi K30 4G স্মার্টফোনের রিজিওনাল ভ্যারিয়েন্টেও আগামী দিনে নতুন আপডেটটি রোলআউট হবে বলে আশা করা যায়।

সঙ্গে থাকুন ➥