এক ফোনের তিন নাম, Redmi Note 11E গ্লোবাল মার্কেটে Redmi 10 Prime+ 5G, Redmi 10 5G ও Poco M4 5G নামে আসছে

Avatar

Published on:

শাওমি মার্চের প্রথমেই তাদের হোম মার্কেটে চুপিচুপি Redmi Note 11E Redmi Note 11E Pro মডেলের দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে Redmi Note 11E কেবলমাত্র চীনে ক্রয়ের জন্য উপলব্ধ। তবে নতুন রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে, হ্যান্ডসেটটি আর্ন্তজাতিক বাজারেও আসবে৷ তবে ভিন্ন নামে। একটি নয়, বাজারের উপর নির্ভর করে তিন-তিনটি নামে।

টিপস্টার ক্যাসপারের দাবি, চীনে লঞ্চ হওয়া Redmi Note 11E বিশ্বের বিভিন্ন প্রান্তে Redmi 10 5G, Redmi 10 Prime+ 5G, এবং Poco M4 5G নামের সাথে মুক্তি পাবে‌। অন্য দিকে, শাওমির মোবাইল MIUI সফটওয়্যারের স্ক্রিনশট শেয়ার করে একটি টেক ব্লগ জানিয়েছে, চীনের 22041219C মডেল নম্বরের Redmi Note 11E গ্লোবাল মার্কেটে Redmi 10 5G হিসাবে লঞ্চ হবে। বিশ্ববাজারে ডিভাইসটির মডেল নম্বরগুলি হল 22041219G এবং 22041219NY। এটি যথাক্রমে Redmi 10 5G এবং Redmi 10 5G মার্কেটিং নামের সাথে আত্মপ্রকাশ করবে।

Redmi 10 Prime+ 5G শুধু ভারতীয় ব্যবহারকারীদের জন্য। আবার Redmi Note 11E ভারত ও আরও কয়েকটি দেশে পোকো ব্র্যান্ডিংয়ের সাথেও লঞ্চ হবে। নাম হবে Poco M4 5G। এ ক্ষেত্রে স্পেসিফিকেশন এক থাকলেও স্মার্টফোনটি অন্যরকম দেখতে রিয়ার প্যানেলের সাথে আনতে পারে পোকো। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, Poco M4 5G-এর যে দুই ভার্সন গ্লোবাল মার্কেটে আসছে তাদের নাম হবে Poco M4 5G NFC Poco M4 5G (NFC ছাড়া)।

Redmi Note 11E স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এতে ৬.৫৮ ইঞ্চি এলসিডি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, Dimensity 700 প্রসেসর, ৪ জিবি / জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

সঙ্গে থাকুন ➥