ডিসেম্বরে Reliance Jio-র গড় ডাউনলোড স্পিডে অবনতি, আপলোডে শীর্ষে ভোডাফোন

Avatar

Published on:

আনলিমিটেড ডেটার হাতছানি থাকলেও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা প্রদানের নিরিখে ভারতের টেলিকম অপারেটররা অনেকটাই পিছিয়ে রয়েছে। অবস্থা এতটাই শোচনীয় যে Reliance Jio বা Airtel মতো দেশের প্রথম সারির সংস্থাগুলির প্রতি তাদের উপভোক্তারা আস্থা হারিয়ে ফেলছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI তাদের MySpeed Portal এর ডিসেম্বর মাসের পরিসংখ্যান পেশ করলো। টেলিকম সংস্থাগুলির দ্বারা প্রদত্ত দ্রুতগতির ডেটা অভিজ্ঞতা, সিগন্যাল ক্ষমতা এবং নেটওয়ার্ক সংক্রান্ত অন্যান্য পরিষেবার মান অনুধাবনের জন্য এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। MySpeed অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংগৃহীত যাবতীয় তথ্যের ভিত্তিতে ট্রাই এই পরিসংখ্যান তৈরী করে। মাই স্পিড পোর্টালের সাম্প্রতিক আপডেট অনুযায়ী ডিসেম্বর মাসে ভারতীয় টেলিকম অপারেটরগুলি আপলোড গতিতে কিছুটা উন্নতি করলেও, ডাউনলোড গতির নিরিখে তারা এখনো তেমন কিছুই করে উঠতে পারেননি।

MySpeed Portal এর পরিসংখ্যান থেকে জানা গেছে যে ডিসেম্বর মাসে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা Reliance Jio-র গড় ডাউনলোড স্পিডে বেশ কিছুটা অবনতি ঘটেছে। নভেম্বর মাসে যেখানে তাদের গড় ডাউনলোড গতি ছিল ২০.৮ মেগাবাইট প্রতি সেকেন্ড, সেখানে ডিসেম্বরে তাদের গতি কমে দাঁড়িয়েছে ২০.২ এমবিপিএসে যা জিও ব্যবহারকারীদের জন্য প্রকৃত অর্থে দুঃসংবাদ।

পরিসংখ্যান অনুযায়ী বছরের শেষে গড় ডাউনলোড গতির ক্ষেত্রে Vodafone রয়েছে দ্বিতীয় স্থানে। ডিসেম্বরে তারা গ্রাহকদের ৯.৮ এমবিপিএস গড় ডাউনলোড স্পিড সরবরাহ করেছে যা নভেম্বর মাসের সমতুল। আবার অন্যতম টেলিকম অপারেটর আইডিয়া’ও সামান্য উন্নতি করেছে। নভেম্বর মাসে সংস্থার প্রদত্ত গড় ডাউনলোড স্পিড ছিলো ৮.৮ মেগাবাইট প্রতি সেকেন্ড যা ডিসেম্বরে বেড়ে হয়েছে ৮.৯ এমবিপিএস। এক্ষেত্রে তারা ধারাবাহিকভাবেই নিজেদের স্থান ধরে রেখেছে। বিগত পাঁচ মাসের মধ্যে অক্টোবরে তাদের গড় ডাউনলোড সবথেকে বৃদ্ধি পায় (৯.১ এমবিপিএস)।

গড় ডাউনলোড স্পিডের ক্ষেত্রে Airtel রয়েছে সবার শেষে। উন্নতির বদলে তাদের ফলাফল খানিকটা নেতিবাচক। নভেম্বরে তারা ৮ এমবিপিএসের গড় ডাউনলোড গতি সরবরাহ করলেও, ডিসেম্বরে তা কমে হয়েছে ৭.৮ মেগাবাইট প্রতি সেকেন্ড!

অন্যদিকে গড় আপলোড স্পিডের ক্ষেত্রে সব টেলিকম সংস্থাগুলিই কিছুটা উন্নতি করেছে। এক্ষেত্রে ভোডাফোন গত পাঁচ মাস যাবৎ সকলের মধ্যে শীর্ষ স্থানটি দখল করে রয়েছে। ডিসেম্বরে তাদের গড় আপলোড গতি ৬.৫ এমবিপিএস যা সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানের সমতুল। আরেক জনপ্রিয় টেলকো আইডিয়া এক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে। নভেম্বরের তুলনায় তাদের গড় আপলোড গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে ( ৫.৮ এমবিপিএস > ৬ এমবিপিএস)। আবার ডিসেম্বরে এয়ারটেল প্রদত্ত গড় আপলোড গতি ৪.১ মেগাবাইট/সেকেন্ড যা পূর্বের মাসের চেয়ে (৪.০ এমবিপিএস) সামান্য বেশী।

সবশেষে এবার বলবো কাহিনীর লাস্ট বয় রিলায়েন্স জিও’র কথা। গত নভেম্বর মাসে তাদের গড় আপলোড স্পিড ছিলো ৩.৭ মেগাবাইট প্রতি সেকেন্ড যা ডিসেম্বরে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩.৮ এমবিপিএসে। এক্ষেত্রে তারা আবারও গ্রাহকদের নিরাশ করেছে।

সঙ্গে থাকুন ➥