একদম সস্তায় Samsung আনছে Galaxy A01 Core, খোলা যাবে ফোনের ব্যাটারি

Avatar

Published on:

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung এর A সিরিজ যথেষ্ট জনপ্রিয়। কোম্পানি এই সিরিজে মিড রেঞ্জ ফোন থেকে প্রিমিয়াম ফোন নিয়ে আসে। তবে এবার কোম্পানি এই সিরিজে একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন নিয়ে আসছে। যার নাম হবে Samsung Galaxy A01 Core। ফোনটি ৬ হাজার থেকে ৭ হাজার টাকার রেঞ্জে আসতে পারে। সম্প্রতি এই ফোনটি ব্লুটুথ SIG সার্টিফিকেশন পেয়েছে। যেখানে ফোনটির মডেল নম্বর SM-A013F_DS। ‘ডিএস’ থেকে মনে করা হচ্ছে ফোনটি ডুয়েল সিমের সাথে আসবে।

গ্যালাক্সি এ০১ কোর এর ফিচার সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। SIG ওয়েবসাইট অনুযায়ী এই ফোনে ব্লুটুথ ৫.০ ভার্সন থাকবে। তবে এই ফোনের বড় চমক হতে পারে রিমুভেবল ব্যাটারি। অর্থাৎ আপনি এর ব্যাটারি খুলতে পারবেন। এই ফোনটিকে যখন বেঞ্চমার্ক সাইট, গিকবেঞ্চে দেখা গিয়েছিল, এই তথ্য সামনে এসেছিল।

গিকবেঞ্চে এই ফোনের মডেল নম্বর ছিল SM-A013F। আপনাকে জানিয়ে রাখি এই ফোনটি গতবছরে লঞ্চ করা স্যামসাং Galaxy A01 এর আপগ্রেড ভার্সন হবে। গিকবেঞ্চ থেকে জানা গেছে নতুন এই রিমুভাল ব্যাটারি ফোনে মিডিয়াটেক এমটি৬৭৩৯ কোয়াড কোর প্রসেসর দেওয়া হবে। এছাড়াও এই ফোনে ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এ০১ কোর ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড One UI সিস্টেম থাকবে। ফোনটি ১ জিবি র‌্যামের সাথে আসবে। সিঙ্গেল কোর টেস্টে এই ফোনের স্কোর ছিল ৫৪২ পয়েন্ট, আবার মাল্টি কোর টেস্টে ফোনটির স্কোর ছিল ১৪৬৮ পয়েন্ট।

সঙ্গে থাকুন ➥