বিশাল ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Samsung Galaxy M31s

Avatar

Published on:

দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করলো। এই ফোনটি Samsung Galaxy M31 এর আপগ্রেড ভার্সন হবে। কোম্পানির এই নতুন ফোনের নাম Galaxy M31s । সম্প্রতি এই ফোনকে বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে দেখা গেছে। ওয়েবসাইটে এই ফোনের কিছু ফিচার ও উল্লেখ ছিল। গ্যালাক্সি এম৩১এস ফোনে ৬ জিবি র‌্যাম থাকবে। আসুন এই ফোনের সম্ভাব্য ফিচার জেনে নিই।

Samsung Galaxy M31s সম্ভাব্য ফিচার :

রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এম৩১এস ফোনে এক্সিনস ৯৬১১ প্রসেসর থাকবে। ফোনটি বেশ কিছু স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে, যার মধ্যে একটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। গিকবেঞ্চ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনের অপেরাটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ১০ এবং স্যামসাংয়ের One UI ইউজার ইন্টারফেস থাকবে। গিকবেঞ্চে এই ফোনের সিঙ্গেল কোর টেস্টে পয়েন্ট মিলেছে ৩৪৭ এবং মাল্টি কোর টেস্টে এর পয়েন্ট ১,২৫৬।

গ্যালাক্সি এম ৩১ এর মতো এখানেও অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এছাড়াও কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখবো এই ফোনে। এই ক্যামেরা সেটআপ এর প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।

Samsung Galaxy M31 :

এবছরের ফেব্রুয়ারিতে ফোনটিকে লঞ্চ করা হয়েছিল। এতে ৬.০৪ ইঞ্চি ডিসপ্লে এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আছে। এতে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেটআপ আছে। ৬,০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনের দাম শুরু হয়েছে ১৫,৯৯৯ টাকা থেকে।

সঙ্গে থাকুন ➥