Galaxy Awesome Unpacked: চলতি মাসে লঞ্চ হচ্ছে Samsung Galaxy A33, Galaxy A23, Galaxy A53, ও Galaxy A73 5G

Avatar

Published on:

গত ফেব্রুয়ারিতে আয়োজিত ‘Galaxy Unpacked’ লঞ্চ ইভেন্টে Samsung Galaxy Tab S8 সিরিজ সহ Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করে। এবার, ‘Galaxy Awesome Unpacked’ নামের আরেকটি লঞ্চ ইভেন্ট চলতি মাসে আয়োজন করার পরিকল্পনা করছে Samsung, এমনটাই টেকপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে। আবার এই ইভেন্টে কোরিয়া ভিত্তিক এই টেক জায়ান্টটি Samsung Galaxy A33 5G, Galaxy A23 5G, Galaxy A53 5G এবং Galaxy A73 5G নামক চারটি নতুন মিড-রেঞ্জ ফোন লঞ্চ করবে বলেও আশা করা হচ্ছে।

টেকইনসাইডারব্লগ (@TechInsiderBlog) এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, স্যামসাং মার্চ মাসেই ‘গ্যালাক্সি অসম আনপ্যাকড লঞ্চ ইভেন্টের’ আয়োজন করবে বলে জানা গেছে। যদিও এই খবর শুধুমাত্র গুজব নাকি প্রকৃতপক্ষেই সত্যি, তা এখনো নিশ্চিত নয়। কেননা, স্যামসাং আনুষ্ঠানিকভাবে তাদের লঞ্চ ইভেন্টটির বা এ-সিরিজের আপকামিং হ্যান্ডসেটগুলির সম্পর্কে কোনো ঘোষণা করেনি৷ তবে রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের ন্যায় চলতি বছরেও ১৭ই মার্চে ‘গ্যালাক্সি অসম আনপ্যাকড লঞ্চ ইভেন্ট’ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত বছর ইভেন্টে Galaxy A52 এবং Galaxy A72 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল।

উক্ত ইভেন্টের বাস্তবিকতা নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও, স্যামসাং যে তাদের এ-সিরিজে অন্তর্ভুক্ত চারটি নতুন হ্যান্ডসেট – Samsung Galaxy A73 5G, Galaxy A53 5G, Galaxy A33 5G, এবং Galaxy A23 5G নিয়ে কাজ করছে, এই খবর কিন্তু সত্যি। গত কয়েকমাস ধরে ফোনগুলি সম্পর্কে নানা তথ্য সামনে আসছে। আসুন তাহলে উল্লেখিত স্মার্টফোনগুলির ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A73 5G, Galaxy A53 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি, উভয় ফোনই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজেস্ব কাস্টম ওএস ওয়ান ইউআই ৪ (One UI 4) দ্বারা চালিত হবে। গ্যালাক্সি এ৭৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ যথাক্রমে ৬.৭ ইঞ্চি এবং ৬.৫২ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, এ৭৩ ৫জি ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ আসবে। আর, বেঞ্চমার্কিং সাইট Geekbench -এর লিস্টিং অনুসারে, গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনে এক্সিনস ১২০০ প্রসেসর ব্যবহার করা হবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Samsung Galaxy A73 5G এবং Galaxy A53 5G স্মার্টফোন দুটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ হতে পারে। যার মধ্যে, এ৭৩ ৫জি ফোনে – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, এ৫৩ ৫জি ফোনে – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং দুটি ৫ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে। উভয় ৫জি কানেক্টিভিটির স্মার্টফোনেই ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি থাকবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে।

Samsung Galaxy A33 5G, Galaxy A23 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জি, উভয় স্মার্টফোনই অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে। গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ যথাক্রমে ৬.৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ৬.৬ ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য, গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। অন্যদিকে, গ্যালাক্সি এ২৩ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া Galaxy A33 5G এবং Galaxy A23 5G দুটি স্মার্টফোনেই কোয়াড রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে। সেক্ষেত্রে, গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনে – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, ৫ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। অন্যদিকে, গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে। Galaxy A33 5G এবং Galaxy A23 5G স্মার্টফোনে, ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে বলে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে।

আগেই বলেছি, স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এ-সিরিজ অধীনস্ত চারটি স্মার্টফোন বা স্যামসাং গ্যালাক্সি অসম আনপ্যাকড ইভেন্ট সম্পর্কিত বিশদ প্রকাশ করেনি। তাই, খবরগুলি সত্যি না গুজব তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।

সঙ্গে থাকুন ➥