ফাঁস হল একাধিক তথ্য, লঞ্চ আসন্ন Samsung Galaxy XCover 5 এর

Avatar

Published on:

দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung শীঘ্রই তাদের রাগেড স্মার্টফোন Galaxy XCover 5 লঞ্চ করবে। এই ফোনটিকে কয়েকদিন আগে বেঞ্চমার্ক সাইট Geekbench ও আমেরিকার সার্টিফিকেশন FCC তে দেখা গিয়েছিল। এবার টিপ্সটার সুধাংশু অম্বরে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করলেন। জানিয়ে রাখি এই ফোনটি গতবছর লঞ্চ হওয়া Galaxy XCover Pro এর আপগ্রেড ভার্সন হবে।

Samsung Galaxy XCover 5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপ্সটার জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এক্সকভার ৫ ফোনটি ৫.৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে। এর পিক্সেল রেজোলিউশন হবে ১৬০০ x ৯০০। আবার ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে। যদিও ফোনটির প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনটি ব্ল্যাক কালারে আসবে। আবার এতে থাকবে LTE কানেক্টিভিটি।

Samsung Galaxy XCover 5 ফোনে পাওয়া যাবে ৩,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফোনটি একটি রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার সাথে লঞ্চ হবে। এর পিছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। আবার সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।

গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৫ এক্সিনস ৮৫০ প্রসেসর সহ আসবে। আবার এতে থাকবে ৪ জিবি র‌্যাম। যদিও লঞ্চের সময় ফোনটির আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা আছে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥