Samsung Galaxy Z Flip 3 আসছে আরও বড় সেকেন্ডারি ডিসপ্লের সাথে, ফাঁস ডিজাইন রেন্ডার

Avatar

Published on:

জল্পনা বলছে, Samsung Galaxy Z Fold 3 ও Samsung Galaxy Z Flip 3 জুন মাসের মধ্যেই লঞ্চ হয়ে যেতে পারে। ফোল্ডেবল ডিসপ্লের এই স্মার্টফোন দুটির মধ্যে Galaxy Z Fold 3 সর্ম্পকে আজ সকালেই ডিসপ্লে, এস পেন সাপোর্ট সহ অন্যান্য তথ্য জানা গিয়েছিল। এবার Galaxy Z Flip 3-এর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে চলে এল। Szczepan Karpiel-Bulcheka নামে একজন টিপস্টার আপকামিং Galaxy Z Flip 3-এর রেন্ডার ফাঁস করেছেন।

Bulcheka, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর কয়েকটি ডিজাইন রেন্ডার সামনে এনেছেন। রেন্ডারে ফোনটি আগের মতোই ক্ল্যামশেল ফোল্ডিং মেকানিজম সহ দেখা গিয়েছে। ফোনটি চারটি ডুয়াল টোন কালার অপশনে আসবে -পার্পেল, ব্ল্যাক, হোয়াইট, গ্রীন। গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর সবচেয়ে লক্ষ্যণীয় পরিবর্তন দেখা যাচ্ছে এর সেকেন্ডারি ডিসপ্লেতে। অরিজিনাল ফ্লিপ-এ ১.১ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে ছিল। তবে জেড ফ্লিপ ৩ আরও বড় কভার ডিসপ্লে সহ আসবে।

Samsung Galaxy Z Flip 3 এর ফাঁস হওয়া রেন্ডার

আবার ফোনটির ডুয়াল ক্যামেরা সেটআপ লম্বালম্বিভাবে অবস্থিত। রিপোর্ট অনুসারে, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোনে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকবে। আবার হোল-পাঞ্চ কাটআউটে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Sammobile এর রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, Galaxy Z Flip 3 এর মডেল নম্বর SM-F711 হবে। এটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

সঙ্গে থাকুন ➥