StripedFly: সাবধান হোন, ১০ লাখের বেশি মানুষের ফোনে ঢুকে তথ্য চুরি করছে এই বিপদজনক ভাইরাস

Avatar

Published on:

Malware StripedFly Stealing Personal Details

ভারত সহ গোটা বিশ্বে ম্যালওয়্যার (Malware) আক্রমণ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতির ঘটনাও। সাধারণ মানুষকে টার্গেট করে কখনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, কখনও আবার মেসেজ বা অন্য কোনও পন্থা অবলম্বন করে ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করানো হচ্ছে। আর তারপর প্রতারকরা রিমোট পদ্ধতিতে দূরবর্তী স্থান থেকে মানুষের অজান্তেই চুরি করছে তাদের ব্যক্তিগত তথ্য। পাশাপাশি নিত্য নতুন ম্যালওয়্যারের আবিষ্কারও করে চলেছে প্রতারকরা। ফলে এই সমস্যার সাথে মোকাবিলা করাও বর্তমানে বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এদিকে সম্প্রতি আরেকটি নতুন ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কি, যার নাম StripedFly।

সংস্থাটি ম্যালওয়্যার স্ট্রিপডফ্লাই (StripedFly) সম্পর্কে সতর্ক করে বলেছে যে, এটি গত ছয় বছরে সারা বিশ্বে অসংখ্য মানুষকে প্রভাবিত করেছে। একটি রাশিয়ান সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রথমে স্ট্রিপডফ্লাই একটি ক্রিপ্টোকারেন্সি ‘মাইনার’ হিসাবে কাজ করছিল। কিন্তু বর্তমানে এটি একটি বিপদজনক ম্যালওয়্যারে পরিণত হয়েছে এবং নানাভাবে ব্যবহারকারীদের ক্ষতি করছে।

রিপোর্টে বলা হয়েছে, ক্যাসপারস্কি বিশেষজ্ঞরা এমন একটি অজানা এবং অত্যন্ত পরিমার্জিত স্ট্রাইপডফ্লাই ম্যালওয়্যার শনাক্ত করেছে, যা ২০১৭ সাল থেকে সমগ্র বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীদের ডিভাইসে ঘুরে বেড়াচ্ছে এবং ইতিমধ্যেই ১ মিলিয়নেরও (১০ লক্ষ) বেশি মানুষকে প্রভাবিত করেছে৷

রিপোর্টে আরো বলা হয়েছে যে, এই ম্যালওয়্যার প্রতি দুই ঘণ্টায় ব্যবহারকারীর সমস্ত তথ্য চুরি করতে সক্ষম। এছাড়াও, এটি সাইট এবং Wi-Fi লগইন বিবরণের মতো সংবেদনশীল ডেটা সহ নাম, ঠিকানা, ফোন নম্বর এবং চাকরি সংক্রান্ত যাবতীয় ব্যক্তিগত ডেটাও চুরি করতে পারে। আবার, এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই তার ডিভাইসের স্ক্রিন শট নিতে পারে।

এই ম্যালওয়্যার এড়ানোর উপায় হিসেবে ক্যাসপারস্কি গবেষকরা কিছু পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন –

  • স্ট্রাইপডফ্লাই ম্যালওয়্যারের আক্রমণ এড়াতে অপারেটিং সিস্টেম, অ্যাপস এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করা উচিত।
  • কাউকে ব্যক্তিগত বিবরণ পাঠানোর আগে সেই ব্যক্তির পরিচয় যাচাই করুন।
  • সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।
  • ইমেল, মেসেজ, কল করার সময় বা কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন।
সঙ্গে থাকুন ➥