ভারতে উড়ন্ত বৈদ্যুতিক গাড়ি চালাবে সুজুকি, ফ্লাইং কার প্রস্তুতকারী সংস্থার সাথে জোট বাঁধল

Avatar

Published on:

জাপানি বহুজাতিক টু-হুইলার ও গাড়ি প্রস্তুতকারী সুজুকি মোটর (Suzuki Motor) ফ্লাইং কার (Flying Car) বা উড়ন্ত গাড়ি তৈরির সংস্থা স্কাইড্রাইভ ইনকর্পোরেশন (SkyDrive Inc)-এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করল। যৌথভাবে তারা সোজা হয়ে নামতে ও উড়তে পারে এমন উডুক্কু গাড়ির উন্নয়নকল্পে কাজ করবে। সংস্থাদ্বয় জানিয়েছে তাদের এই গবেষণা ভারতের বাজারকে কেন্দ্র করেই চলবে।

উল্লেখ্য SkyDrive বর্তমানে দু’আসন বিশিষ্ট বিদ্যুৎ চালিত উড়ন্ত যানের উপর কাজ করছে। এটি সাধারণ ক্রেতাদের জন্য গণৎপাদনেরও পরিকল্পনা করছে সংস্থাটি৷ তবে এই প্রকল্পে Suzuki অংশগ্রহণ করবে কিনা, তা খোলসা করেনি কোনো পক্ষই। ২০২৫-এ ওসাকা-তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো প্রদর্শনীতে ফ্লাইং কারটি লঞ্চ করার লক্ষ্য নিয়েছে SkyDrive৷

অন্যদিকে, Suzuki বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি উৎপাদনের জন্য ভারতে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে৷ ভবিষ্যতে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির উত্থানকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়াতেই এই বিনিয়োগ বলে উল্লেখ করা হয়েছে৷

অপর এক প্রতিবেদনে দাবি বিগত বছরগুলির তুলনায় ২০২১-এ ভারতের বাজারে বৈদ্যুতিক যানবাহনের বিক্রি তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আবার ২০৭০ সালের মধ্যে ভারতে কার্বনের নির্গমন শূন্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রসঙ্গত, ভারতের বাজারকে লক্ষ্য করেই উড়ন্ত গাড়ি (Flying Car) নিয়ে আসতে চলেছে Suzuki।

সঙ্গে থাকুন ➥