Tecno KF6K ও Tecno AC8 এর লঞ্চ আসন্ন, থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট

Avatar

Published on:

কোনো স্মার্টফোন ব্র্যান্ড ভবিষ্যতে কেমন ধরনের ফোন আনতে চলেছে, তা বিভিন্ন সার্টিফিকেশন সাইটের আমরা জানতে পারি। ডিজাইন ও ফিচারের দিক থেকে কী কী প্রত্যাশা করা যেতে পারে, তার ইঙ্গিত সার্টিফিকেশন সাইটগুলি দিয়ে থাকে। Tecno ব্র্যান্ডেড এমনই দুটি আপকামিং ফোনের সন্ধান অতি সম্প্রতি আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি-তে পাওয়া গিয়েছে। স্মার্টফোন দুটির ব্যাপারে কী কী তথ্য সামনে এসেছে, তা এবার দেখে নেওয়া যাক।

Techno KF6/Techno KF6K

Techno KF6K
TECNO KF6 / KF6K | Source: FCC

ভিন্ন মডেল নম্বর থাকলেও এফসিসি-র লেবেল স্কেচ দেখে ফোন দুটি আলাদা বলে একদমই মনে হচ্ছে না। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ লম্বালম্বি ক্যামেরা সেটআপ থাকবে। পাওয়ার ও ভলিউম কী ফোনের ডানদিকে ও সিম কার্ড স্লট বামদিকে দেখা গিয়েছে।

সার্টিফিকেশন ডকুমেন্ট অনুযায়ী Techno KF6/Techno KF6K বাজেট রেঞ্জে 4G কানেক্টিভিটি সহ আসবে। Tecno U100TSA চার্জারের সাথে ফোনটি শিপিং হবে। যার অর্থ ফোনে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া মার্কেটিং নাম বা অন্যান্য স্পেসিফিকেশনের বিষয়ে কিছু জানা যায়নি।

Tecno AC8

এফসিসি-র লেবেল স্কেচ বলছে, Tecno AC8 স্মার্টফোনটি Phantom সিরিজের অধীনে আসতে পারে। ফোনের ব্যাক প্যানেলে ফ্যান্টম ব্র্যান্ডিং এবং লম্বালম্বি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটি 4G কানেক্টিভিটি, ৪,৬০০ এমএএইচ (টিপিক্যাল) ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। Tecno AC8 U330TSA চার্জারের সাথে শিপিং হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥