নতুন বছরের সাথে বড় বদল! বন্ধ হবে এইসব UPI অ্যাকাউন্ট, মানতে হবে আরও 4টি নিয়মও

Avatar

Published on:

Major Changes in UPI 2024

দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৩ সাল অর্থাৎ আরও একটা বছর। আজ সোমবার থেকে শুরু হয়েছে ২০২৪-এর যাত্রা। তবে শুধু যে বছর পরিবর্তন হয়েছে তা নয় – ক্যালেন্ডারের সাথে সাথে ভারতের জীবন-চলনের আরও অনেক পরিবর্তন ঘটতে চলেছে, যার মধ্যে রয়েছে ইন-অ্যাক্টিভ UPI অ্যাকাউন্ট বন্ধ, নতুন সিমের জন্য ডিজিটাল KYC ইত্যাদি একাধিক নয়া নিয়ম লাগু। সেক্ষেত্রে নতুন বছরের আগামী দিনগুলি নির্ঝঞ্ঝাটে কাটাতে চাইলে এই বিষয়গুলি সম্পর্কে আগে থেকে ওয়াকিবহাল থাকা ভালো। আর আপনার সুবিধার জন্য এই প্রতিবেদনে আমরা এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তনের কথা শেয়ার করব।

নতুন বছরে দেখা যাবে এই পরিবর্তনগুলি

১. নিষ্ক্রিয় UPI অ্যাকাউন্ট বন্ধ: এনপিসিআই (NPCI) বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো ইউপিআই ইউজার তার অ্যাকাউন্ট থেকে এক বছর কোনো ধরনের ট্রানজাকশন না করেন মানে তার অ্যাকাউন্ট পুরো এক বছর ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে তার ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে। তবে যদি এই সময়ের মধ্যে যদি ইউজার তার ব্যালেন্স চেক করেন, সেক্ষেত্রে কিন্তু তার আইডি ব্লক হবেনা।

২. সিম কার্ডের ডিজিটাল KYC: আজ ১লা জানুয়ারী, ২০২৪ থেকে নতুন সিম কার্ডের জন্য ডিজিটাল কেওয়াইসি অর্থাৎ কাগজবিহীন কেওয়াইসি ভেরিফিকেশন সার্ভিস চালু হচ্ছে। এছাড়া, সিম বিক্রেতারা এখন পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করালে তবেই সিম কার্ড বিক্রি করতে পারবেন।

৩. ইনকাম ট্যাক্স রিটার্ন: আপনি যদি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকেন, তবে আপনাকে এই কাজের জন্য ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

৪. ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশন: আপনি যদি স্টক মার্কেটে লেনদেন করেন, তাহলে আপনাকে এই বছরের জুন মাসের মধ্যে নিজের ডিম্যাট অ্যাকাউন্টের মনোনয়ন করতে হবে।

৫. পার্সেল পাঠাতে বেশি টাকা চার্জ: নতুন বছরে অফলাইন বা অনলাইন – উভয় মাধ্যমেই পার্সেল পাঠানোর ব্যাপারটি ব্যয়বহুল হতে চলেছে। ডিএইচএল (DHL) এবং ব্লুডার্ট (Blue Dart)-এর মতো সংস্থাগুলি বলেছে যে, নতুন বছরে তারা পার্সেল পাঠানোর চার্জ প্রায় ৭% বাড়াবে।

সঙ্গে থাকুন ➥