হাজার টাকার কমে লঞ্চ হল ওয়্যারলেস হেডফোন Truke Fit Pro true wireless earphone

Avatar

Published on:

এখন সব কোম্পানি নিজের ট্রু ওয়ারলেস হেডফোন নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। তবে এই ধরনের ওয়্যারলেস হেডফোনের দাম একটু বেশি হয়। কিন্তু সবার বাজেট তো সমান নয়, তাই যাদের বাজেট একটু কম তাদের জন্য নতুন ব্র্যান্ড Truke নিয়ে এসেছে তাদের নতুন ট্রু ওয়্যারলেস হেডফোন। এই নতুন হেডফোনের নাম রাখা হয়েছে Truke Fit Pro true wireless earphone। এই হেডফোন অ্যামাজন ওয়েবসাইটে মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি এখনকার সময়ের সবথেকে সাশ্রয়ী ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। শাওমি, রিয়েলমি, নয়জ, বোল্ট জাতীয় ব্র্যান্ডের হেডফোনের সঙ্গে টক্কর দিতেই Truke Fit Pro true wireless earphone হেডফোন বাজারে এসেছে।

Truke Fit Pro true wireless earphone দাম এবং রঙের বিকল্প –

এই নতুন হেডফোনের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। আপনারা এই হেডফোন কালো, নীল এবং সবুজ রঙে কিনতে পারবেন। কেবল অ্যামাজনের ওয়েবসাইটে এই হেডফোন বর্তমানে পাওয়া যাচ্ছে।

Truke Fit Pro true wireless earphone স্পেসিফিকেশন –

দাম অনুযায়ী এই হেডফোনের স্পেসিফিকেশন খুবই ভালো। এই হেডফোনে আপনারা পাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, সঙ্গে থাকছে ২৪ ঘন্টার ব্যাটারি লাইফ। চার্জিং কেস এর মাধ্যমেও এই হেডফোন চার্জ করা যাবে। এছাড়া আপনারা এতে ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন, যার মাধ্যমে খুব সহজেই আপনার ফোনের সাথে এই হেডফোন কানেক্ট করতে পারবেন। এর ব্লুটুথ ভার্সন হল ৫.০। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো, এই হেডফোনে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং ব্যবস্থা। যদি আপনারা ১৫ মিনিটের মত ওই হেডফোনকে চার্জ করেন তাহলে অনায়াসে ১ ঘন্টা গান শুনতে পারবেন । এই ইয়ারফোনে ১৩ মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে। এই ড্রাইভার এর কারণে গান শোনার অভিজ্ঞতা খুব ভালো হবে।

এছাড়াও এতে মিলবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। যেকোনো অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে এই হেডফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ করবে। হেডফোনের সঙ্গে যে চার্জিং কেস দেওয়া হচ্ছে, তার ব্যাটারি ক্যাপাসিটি ৫০০ মিলি অ্যামপিয়ার। এছাড়া ১০০০ টাকার কম প্রাইস রেঞ্জে ইউএসবি টাইপ-সি সাপোর্ট খুবই আকর্ষণীয়।

এত ভাল স্পেসিফিকেশন এর সঙ্গে এই হেডফোন মার্কেটে বেশ জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। এই রেঞ্জের অন্যান্য হেডফোন যেমন, রেডমি ইয়ারবাড এস, রিয়েলমি বাড কিউ – র সঙ্গে এই হেডফোন কড়া টক্কর দেবে।

সঙ্গে থাকুন ➥