আপলোড স্পিডে Reliance Jio, Airtel কে হারিয়ে বাজিমাত Vodafone Idea-এর, ডাউনলোড স্পিডে কে?

Avatar

Published on:

ইদানিংকালে Vodafone Idea (Vi)-র দুর্দশাগ্রস্ত চেহারার কথা বারবার সামনে আসলেও, এবার কিন্তু এক চূড়ান্ত সফলতা অর্জন করে খবরের শিরোনামে উঠে এল টেলিকম সংস্থাটি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, Vi সেপ্টেম্বর মাসে ব্যবহারকারীদের সর্বোচ্চ গড় আপলোড স্পিড প্রদান করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রিয়েল-টাইমের বেসিসে MySpeed Application-এর সাহায্যে সারা ভারত জুড়ে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে TRAI, টেলিকম সংস্থাগুলির গড় নেট স্পিড কাউন্ট করে।

Reliance Jio ও Bharti Airtel কে পিছনে ফেলে আপলোড স্পিডে শীর্ষে Vodafone Idea

রিলায়েন্স জিও এবং এয়ারটেলের তুলনায় কম সংখ্যক গ্রাহক হওয়ায় স্বাভাবিকভাবেই ভোডাফোন আইডিয়া’র নেটওয়ার্কে কম লোড পড়ে, এটাই সর্বোচ্চ গড় আপলোড স্পিড প্রদানের প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি সেপ্টেম্বরে ব্যবহারকারীদের গড়ে ৭.২ এমবিপিএস আপলোড স্পিড অফার করেছে। ৬.২ এমবিপিএস ও ৪.৫ এমবিপিএস আপলোড স্পিড সহ রিলায়েন্স জিও এবং এয়ারটেল যথাক্রমে এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

ডাউনলোড স্পিডে সবার উপরে Reliance Jio

আপলোড স্পিডে পিছিয়ে থাকলেও ডাউনলোড স্পিডের ক্ষেত্রে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া কে পিছনে ফেলে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছে রিলায়েন্স জিও। রিপোর্ট অনুযায়ী, ভারতের এক নম্বর টেলিকম অপারেটরটি এই বছরের সেপ্টেম্বর মাসে ব্যবহারকারীদের ২০.৯ এমবিপিএস ডাউনলোড স্পিড প্রদান করেছে। এর পরে যথাক্রমে ১৪.৪ এমবিপিএস এবং ১১.৯ এমবিপিএস ডাউনলোড স্পিড দিয়ে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর BSNL নির্বাচিত এলাকায় 4G পরিষেবা চালু করেছে, তবে তার নেটওয়ার্ক স্পিড TRAI-এর চার্টে স্থান পায়নি।

তবে এই একই মাসে Opensignal-এর শেয়ার করা ডেটা কিন্তু একটু অন্য কথা বলছে। তাদের মতে Reliance Jio নয়, Vodafone Idea ব্যবহারকারীদের সর্বোচ্চ ডাউনলোড স্পিড প্রদান করেছে। তাদের প্রকাশিত ডাউনলোড স্পিড চার্ট অনুযায়ী, Reliance Jio তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥