Vivo X70 চমকানো ক্যামেরা ও AMOLED ডিসপ্লে সহ আসছে, কখন লঞ্চ হবে জেনে নিন

Updated on:

Vivo তাদের X60 সিরিজের উত্তরসূরি হিসেবে X70 উপরে কাজ শুরু করেছে বলে গত মাসে আমরা জানতে পেরেছিলাম। Vivo-র বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন – Vivo X60, Vivo X60 Pro এবং Vivo X60 Pro+ ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে উপলব্ধ। প্রিমিয়াম গ্রেড প্রসেসর ও অপূর্ব ক্যামেরার কারণে Vivo X60 সিরিজ যথেষ্ট প্রশংসিত হয়েছে। ফলে এই সিরিজের সাক্সেসর নিয়েও প্রত্যাশাও তুঙ্গে। জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) প্রত্যাশার পারদ চড়িয়ে এ বার Vivo X70 এর ডিসপ্লে ও ক্যামেরার সক্ষমতা নিয়ে কিছু ডিটেইলস প্রকাশ্যে আনলেন।

Vivo X60 -র মতো X70 একইরকম ডিসপ্লের সাথে আসবে

ভিভো এক্স৬০ গত এপ্রিলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি  ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে-সহ লঞ্চ হয়েছিল। ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো এক্স৭০-তেও একইরকম ডিসপ্লে থাকবে।

Vivo X70 স্মার্টফোনে হাই-পারফারম্যান্স চিপসেট থাকবে

ওই টিপস্টার জানিয়েছে, ওভারক্লক করার পর ভিভো এক্স৭০ এর প্রোটোটাইপ সর্বোত্কৃষ্ট বেঞ্চমার্ক পয়েন্ট স্কোর করেছে। তবে গণ উৎপাদনের পর পারফরম্যান্সে পড়তি দেখা যাবে কি না, সেই নিয়ে টিপস্টারের মনে সংশয় আছে। প্রসঙ্গত, ভিভো এক্স৬০ এর চীনা ভ্যারিয়েন্টে এক্সিনস ১০৮০ ও গ্লোবাল এডিশনে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার হয়েছিল। এক্স৭০-তে কোন প্রসেসর দেখা যাবে, তা এখনও অস্পষ্ট।

X70 স্মার্টফোন Vivo X সিরিজের ক্যামেরার সুনামকে আলাদা উচ্চতায় নিয়ে যাবে

ভিভো এক্স সিরিজ স্মার্টফোনে ফটোগ্রাফি এক্সপেরিয়েন্সকে নতুনরূপে সংজ্ঞায়িত করেছে। আর সেই ট্রাডিশন বজায় রেখে ভিভো এক্স৭০ এর ক্যামেরাতেও চমক থাকবে। বলা হচ্ছে, ভিভোর রিয়ার ক্যামেরা সেটআপের মেইন ক্যামেরাতে এফ/১.৫ অ্যাপারচার থাকবে। যার প্রভাবে কম আলোতেও ভিভো এক্স৭০ দুর্দান্ত ছবি তুলতে পারবে। এছাড়াও, ভিভো এক্স৭০ গিম্বল স্ট্যাবিলাইজেশন ও পাঁচ অক্ষের ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করবে।

Vivo X70 সিরিজ কখন লঞ্চ হবে

টিপস্টার দাবি করেছে, Vivo X70 সিরিজ সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। আবার সেপ্টেম্বর বা অক্টোবরে সেটি ভারতে পা রাখতে পারে। তবে Vivo X70 লাইনআপে ফোনের সংখ্যা এখনও অজানা। তবে, X60 সিরিজের মতো এটিও বেস, প্রো, ও প্রো+ ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥