HomeTech Newsএক বিলেই পরিবারের তিনজন, Vi এর REDX প্ল্যান ভারতে জনপ্রিয় হচ্ছে

এক বিলেই পরিবারের তিনজন, Vi এর REDX প্ল্যান ভারতে জনপ্রিয় হচ্ছে

এই মুহূর্তে ভরসাযোগ্য প্রিমিয়াম পোস্টপেইড অভিজ্ঞতার অংশীদার হতে চাইলে দেশের অন্যতম প্রধান টেলিকম পরিষেবা প্রদানকারী Vi -এর REDX প্ল্যান অত্যন্ত লাভজনক হতে পারে। ইতিমধ্যেই এই প্ল্যানগুলি গ্রাহক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এর কারণ হিসেবে আমরা এদের একাধিক আকর্ষণীয় অফারের কথা উল্লেখ করতে পারি। ব্যক্তিগতভাবে ব্যবহারের পাশাপাশি গ্রাহকেরা পারিবারিকভাবেও REDX কানেকশন গ্রহণ করতে পারেন। পারিবারিকভাবে REDX কানেকশন গ্রহণ করলে পরিবারের সদস্যরা একটি একক পোস্টপেইড প্ল্যানের অধীনে তাদের মোবাইল পরিষেবা সচল রাখতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে তাদের কেবলমাত্র একটি বিলের অর্থ পরিশোধ করতে হবে। Vi -এর অফিসিয়াল ওয়েবসাইট বা Vi অ্যাপ্লিকেশন থেকে আগ্রহীরা নতুন REDX কানেকশন ক্রয় করতে পারবেন। নীচে বর্তমানে উপলব্ধ সবথেকে সুবিধাজনক REDX প্ল্যানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।

এই মুহূর্তে বাজারে উপলব্ধ সেরা তিনটি Vi REDX প্ল্যান

এক্ষেত্রে নিজের প্রয়োজন অনুযায়ী গ্রাহক যাতে সবথেকে উপযুক্ত পরিষেবা বেছে নিতে পারেন সেজন্য Vi আলাদা আলাদা মূল্যের প্ল্যান নিয়ে হাজির হয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজন মেটাতে গ্রাহকেরা ১,০৯৯ টাকা মূল্যের REDX প্ল্যান বেছে নিতে পারেন। তবে পারিবারের অন্য সদস্যদের একই পরিষেবার অধীনে আনতে হলে ১,৬৯৯ বা ২,২৯৯ টাকা মূল্যের REDX প্ল্যান বেছে নেওয়া লাভজনক হবে। ১,৬৯৯ টাকার REDX প্ল্যান চয়ন করলে পরিবারের মোট ৩ জন সদস্য প্রিমিয়াম পোস্টপেইড পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। আবার ২,২৯৯ টাকার প্ল্যান বেছে নিলে পরিবারের সর্বোচ্চ ৫ জন সদস্যকে একই REDX প্ল্যানের অাওতায় যুক্ত করা যাবে।

সুবিধার কথা বলতে গেলে উপরোক্ত প্রতিটি REDX পোস্টপেইড প্ল্যান ট্রুলি আনলিমিটেড হাই-স্পিড ডেটার সঙ্গে উপলব্ধ। অর্থাৎ প্ল্যান বেছে নেওয়ার পর এজন্য উপভোক্তাকে কোনোরকম অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। একইসাথে প্রতিটি প্ল্যান অফুরন্ত ভয়েস কলিং সুবিধা সহ এসেছে। উপরন্তু আলোচ্য পোস্টপেইড প্ল্যান ক্রয় করলে গ্রাহকেরা পৃথিবীর ১৪টি দেশে তুলনামূলক স্বল্প মাশুলের বিনিময়ে কল করার সুযোগ পাবেন।

এছাড়াও Vi -এর আলোচ্য প্রতিটি রিচার্জ প্ল্যান একাধিক ওটিটি সুবিধার সঙ্গে উপস্থিত। এগুলি পুরো ১ বছরের Netflix TV & Mobile, ১ বছরের Amazon Prime Video এবং ১ বছরের Disney+ Hotstar পরিষেবা উপভোগের সুযোগ দেবে। পূর্বোক্ত দুটি পারিবারিক প্ল্যানের ক্ষেত্রে একমাত্র প্রাইমারি ইউজার ওটিটি কনটেন্ট অ্যাক্সেসের সুবিধা পাবেন। উল্লেখ্য, আলোচ্য REDX প্ল্যানগুলি ৬ মাসের লক-ইন মেয়াদে কার্যকর হবে। অর্থাৎ ৬ মাস সম্পূর্ণ হওয়ার আগে উপভোক্তা পোস্টপেইড প্ল্যান ছেড়ে প্রিপেইড কানেকশন গ্রহণ করলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ৩,০০০ টাকা জমা করতে হবে।

RELATED ARTICLES

Most Popular