১৪ এপ্রিলের মধ্যে রিচার্জে করলে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে জিও, জানুন কতটা সত্যি

Avatar

Published on:

লকডাউনের মধ্যে সবাই এখন ঘরবন্দি। কাজে না যেতে পারায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। এই সময় বিনামূল্যে কিছু পাওয়া ভগবানের দান বলে মনে হচ্ছে। আর তারই ফায়দা তুলতে ব্যস্ত কিছু অসাধু মানুষ। এর আগেও রিলায়েন্স জিও কে নিয়ে ৪৯৮ টাকার রিচার্জ বিনামূল্যে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। যা পুরোপুরো মিথ্যা।

এবার আরও একটি মেসেজ হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে ১৪ এপ্রিল ২০২০ এর মধ্যে রিচার্জে করলে বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে জিও। মেসেজে লেখা আছে “Jio এর ঘোষণা Covid-19, করোনাভাইরাস 21দিনের লকডাউন, জিও তার সমস্ত ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে যাতে আপনি ঘরে বসে আপনার কাজটি করতে পারেন * % 0Aদ্রষ্টব্য: – * আপনার নিখরচায় নিচের লিঙ্কে ক্লিক করুন

https ://jio599rc.blogspot.com/

দয়া করে নোট করুন: আপনার যদি * Jio সিম * না থাকে তবে আপনি আপনার বাড়িতে কোনও বন্ধু বা যে কোনও Jio সিম রিচার্জ করতে পারেন। এই অফারটি কেবলমাত্র * 14 এপ্রিল 2020 * এর মধ্যে সীমাবদ্ধ! “

টেকগাপ এই লিংকে ক্লিক করে এবং ওয়েবসাইটে চাওয়া সমস্ত তথ্য পূরণ করে। এরপর বলা হয় ১০ টি গ্রুপে শেয়ার করতে হবে। কিন্তু সত্য এটাই যে আপনি গ্রুপে শেয়ার করলেও কোনো রিচার্জ পাবেন না। জিওর তরফে এই ধরণের কোনো রিচার্জ অফার আনা হয়নি। তাই এই ধরণের মেসেজ ফরওয়ার্ড করা থেকে বিরত থাকুন। আপনার চেনা জানা সকল কে আমাদের এই পোস্ট শেয়ার করে সত্যিটা জানিয়ে দিন। ঘরে থাকুন সুরক্ষিত থাকুন।

সঙ্গে থাকুন ➥