করোনা রুখতে ভারতে ১ লক্ষের বেশি মাস্ক বিতরণ করবে শাওমি

Avatar

Published on:

করোনাভাইরাস আতঙ্ক থেকে ভারতের জনগণকে রক্ষা করতে বিখ্যাত মোবাইল কোম্পানি শাওমি একটি নতুন উদ্যোগ নিতে চলেছে। সোমবার শাওমির ভাইস প্রেসিডেন্ট এবং ভারতের ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন ঘোষণা করলেন যে তারা এক লক্ষেরও বেশি পরিমাণে এন৯৫ মাস্ক এবং প্রোটেক্টিভ স্যুট ভারতের জন্য আমদানি করেছে।

এবং তারা ভারত সরকারের স্বাস্থ্য এবং মানব কল্যাণ দপ্তরের সঙ্গে একসাথে মিলে এই জিনিসগুলি ভারতে বিতরণ করবে। তিনি আরও জানান যে, শাওমি এই এন৯৫ মাস্কগুলি কর্ণাটক, পাঞ্জাব, দিল্লীর রাজ্য সরকারের কাছে, সরকারি হাসপাতালে এবং রাজ্য পুলিশ দপ্তরে আগামী সপ্তাহ থেকে বিতরণ করা শুরু করবে।

এছাড়াও শাওমি ডাক্তারদের করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য প্রোটেক্টিভ হ্যাজম্যাট স্যুট বিতরণের পরিকল্পনাও নিয়েছে। এই ধরনের স্যুটগুলি এআইআইএমএস এবং সেন্ট জনস সরকারি হাসপাতালের ডাক্তারদের মধ্যে বিতরণ করা হবে আর কিছুদিন পর থেকে।

সঙ্গে থাকুন ➥