Piaggio One ইলেকট্রিক স্কুটার আসছে আর্ন্তজাতিক বাজারে, এক চার্জে চলবে অনেক পথ

By :  SHUVRO
Update: 2021-09-22 04:57 GMT

গত জুনে One মডেলের ব্যাটারিচালিত স্কুটারের উপর থেকে পর্দা সরিয়েছিল Piaggio। এবার আর্ন্তজাতিক বাজারে Piaggio One ইলেকট্রিক স্কুটার লঞ্চের জন্য তোড়জোড় শুরু করেছে সংস্থাটি। মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই Piaggio One ই-স্কুটারকে বাজারে আনা হচ্ছে।

পিয়াজিও দাবি করেছে, One কমপ্যাক্ট স্কুটার হওয়া সত্বেও আরামদায়ক রাইড অফার করবে। তা ছাড়া এই সেগমেন্টে One একমাত্র স্কুটার, যা জেট হেলমেট রাখার জন্য বড় স্টোরেজ কম্পার্টমেন্টের সঙ্গে আসে।

Piaggio One: ব্যাটারি, রেঞ্জ, স্পিড

পিয়াজিও ওয়ান ই-স্কুটারটি দু'টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে- ওয়ান (One) এবং ওয়ান অ্যাক্টিভ (One Active)। ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশনের দিক থেকে তিনটি ভ্যারিয়েন্ট একদমই এক, ফারাক শুধু ব্যাটারি ও মোটরের ক্ষেত্রে।

বেস ভ্যারিয়েন্ট, পিয়াজিও ওয়ানে আছে ৪৮ ভোল্ট ১.৮ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি এবং ১.২ কিলোওয়াটের মোটর, যার ওপর ভিত্তি করে স্কুটারটি সর্বোচ্চ ৪৫ কিলোমিটার/ঘন্টা পর্যন্ত স্পিডে চলতে পারে। একটানা স্কুটারটি ৫৫ কিলোমিটার পর্যন্ত চলবে।

অন্য দিকে, পিয়াজিও ওয়ান অ্যাক্টিভে একই ক্ষমতাসম্পন্ন মোটর ব্যবহার করা হলেও এতে ২.৩ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি আছে। এটির সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিলোমিটার/ঘন্টা এবং এক চার্জে ৬৫ কিলোমিটারের কাছাকাছি চালানো যাবে।

Piaggio One: ফিচার

স্কুটারগুলি কাইনেটিক এনার্জি রিকভারি সিস্টেমের সঙ্গে এসেছে, যা আসলে পিয়াজিওর তৈলি রিজেনারেটিভ ব্রেকিংয়ের একটি ভার্সন। এছাড়া স্পিড, ব্যাটারি লেভেল-সহ বিভিন্ন তথ্য দেখার জন্য পিয়াজিও ওয়ানে রয়েছে ৫.৫ ইঞ্চি কালার ডিসপ্লে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News