অর্থনীতির ঝিমুনিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে Porsche এর কামাল, বছরের প্রথমার্ধে গাড়ি বিক্রি সর্বকালের রেকর্ড ভাঙল

By :  techgup
Update: 2022-07-19 05:09 GMT

ভারতে চলতি বছরের প্রথম ছয় মাসের বিক্রির নিরিখে দৃষ্টান্ত স্থাপন করল জার্মানির গাড়ি প্রস্তুতকারক সংস্থা পোর্শা (Porsche)। জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ দেশে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে। এমনকি ২০২২-এর শুধু প্রথমার্ধের বিক্রিবাটা বিগত কয়েক বছরকে ছাপিয়ে নয়া রেকর্ড গড়েছে। ফোক্সওয়াগেন (Volkswagen) গোষ্ঠীর অন্তর্গত এই প্রিমিয়াম গাড়ি নির্মাতা চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৭৮ ইউনিট ডেলিভারি দিয়েছে। গত বছরের ওই সময়ের সঙ্গে তুলনা করলে বিক্রিতে ১১৮ শতাংশ উত্থান।

পোর্শা জানিয়েছে যেখানে সমগ্র বিশ্বজুড়ে গাড়ির ব্যবসা জোগান শৃঙ্খল ও সেমিকন্ডাক্টর চিপের সমস্যায় জর্জরিত, সেখানে এরূপ পরিস্থিতির মধ্যেও বিক্রির এই সংখ্যা তাদের যথেষ্ট উদ্বুদ্ধ করে। এছাড়াও, করোনা অতিমারি পর্বের চ্যালেঞ্জকেও জয় করে ২০১৮,২০১৯ ও ২০২০, এবং ২০২১-এর থেকে তারা বেশি গাড়ি বেচেছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত।

সংস্থার ভারতীয় শাখার ব্র্যান্ড ডিরেক্টর মানোলিতো বলেন, "এদেশে দামি স্পোর্টস কারের চাহিদার আন্দাজ বিক্রির এই পরিসংখ্যান থেকেই করা যায়। ২০২২ এর জুলাইয়ে পোর্শা ইন্ডিয়ার ১০ বছর সম্পন্ন হয়েছে এবং চলতি বছরের প্রথমার্ধের এই সাফল্য তাকে স্মরণীয় করে রাখবে। গাড়ির জগতে বৈদ্যুতিকরণের দিকে এগিয়ে চলার পথে Taycan-এর চাহিদা প্রথম দিন থেকেই অনেক বেশি, এবং এখনো পর্যন্ত তা আমাদের তৃতীয় সর্বাধিক বিক্রিত মডেল।"

প্রসঙ্গত, ভারতে পোর্শা তাদের Tycan ইলেকট্রিক গাড়ি ১.৫০ কোটি টাকায় লঞ্চ করেছিল। চলতি বছরের শুরু থেকেই এর ডেলিভারি শুরু করা হযয়েছে। ব্যাটারি চালিত এই গাড়িট চারটি আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ - Tycan, Tycan 4S, Tycan Turbo, Tycan Turbo S। ভারতে এসইউভির উর্দ্ধমুখী চাহিদা তাদের এই মাইলস্টোন স্পর্শ করতে সাহায্য করেছে বলেই মনে করছে পোর্শা মনে করছে।

এ দেশে সংস্থার মোট বিক্রিতে Cayenne (১৬৭ ইউনিট) ও Macan (১২৫টি)-এর অবদানই হল ৭৭ শতাংশ। তার পরে রয়েছে Tycan। কিনেছেন ৩৭ জন। আর 911 Coupe ও Panamera বিক্রি হয়েছে যথাক্রমে ২৭ ও ১৯ ইউনিট করে।

Tags:    

Similar News