Renault Summer Camp: ফ্রি গিফট, মজাদার ইভেন্ট, দেদার ডিসকাউন্ট, রেনোর সামার ক্যাম্প শুরু হচ্ছে
বহু গাড়ি সংস্থা বিভিন্ন সময়ে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করানোর কার্যক্রমের আয়োজন করে থাকে। নানাবিধ ছাড়ের অফারের সাথে সেখান থেকে গাড়ির আপাদমস্তক পরীক্ষা করিয়ে নেওয়া যায়। তেমনই এবার ফরাসি গাড়ি নির্মাতা রেনো (Renault)-র ভারতীয় শাখা সমগ্র দেশে সাতদিনের গাড়ি পরীক্ষা করানোর ‘গ্রীষ্মকালীন শিবির’ (Summer Camp) আয়োজনের কথা ঘোষণা করেছে। যা আগামী ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। এই সাতদিনে আকর্ষণীয় ছাড়ে রেনোর গ্রাহকরা নিজেদের গাড়ির স্বাস্থ্য পরীক্ষা, রক্ষণাবেক্ষণ সহ আরও অন্যান্য কাজ করিয়ে নিতে পারবেন। এছাড়াও বেশকিছু মজাদার প্রতিযোগিতার আয়োজন থাকবে, গ্রাহকরা চাইলে তাতে অংশগ্রহণ করতে পারবেন।
কাঠফাটা গরমেও গাড়ির পারফরম্যান্স যাতে খামতি না থাকে, তা নিশ্চিত করতেই এই শিবিরের আয়োজন করেছে রেনো। সংস্থার গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরদের থেকে গ্রাহকরা তাঁদের গাড়িটি বিনামূল্যে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করিয়ে নিতে পারবেন। এমনকি গাড়ি ওয়াশ করতেও গাটের কড়ি খরচ হবে না। উপরন্তু গাড়ির পরীক্ষার সময় যদি কোনো যন্ত্রাংশ পাল্টানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও মিলবে ডিসকাউন্ট।
এছাড়াও মিলবে রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং ওয়ারেন্টি বাড়িয়ে নেওয়ার সুযোগ। ডিসকাউন্টের তালিকায় আছে নির্দিষ্ট সরঞ্জামে ৫০% ছাড়, লেবার চার্জ এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসে ১৫% ছাড়, নির্দিষ্ট যন্ত্রাংশে ১০% এবং ওয়ারেন্টি বাড়ানোর ক্ষেত্রে ১০% ছাড়। আবার বাছাই করা কয়েকটি সংস্থার টায়ার কিনলে পাওয়া যাবে স্পেশাল অফার। অধিকন্তু গ্রাহকদের হরেক রকম উপহার দেওয়া হবে।
এমনকি বিভিন্ন প্রতিযোগিতা যেমন আঁকা ও কুইজে চাইলে অংশগ্রহণ করতে পারবে খুদেরা। আবার বিনামূল্যে নিজের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থাও থাকবে। এছাড়াও থাকছে কাস্টমার এডুকেশন প্রোগ্রাম। উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও এহেন একাধিক শিবিরের আয়োজন করেছিল রেনো। যেমন - রেনো সিকিওর, রেনো অ্যাসিওরড, রেনো অ্যাসিস্ট, রেনো ইজি কেয়ার, ওয়ার্কশপ অন হুইল ইত্যাদি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল অতীতে। বর্তমানে ভারতে ৮ লক্ষের অধিক গ্রাহক রয়েছে রেনোর।