দাম বাড়ল Royal Enfield এর সবচেয়ে সস্তা দুটি প্যারালেল টুইন মোটরবাইকের

By :  SHUVRO
Update: 2020-09-17 11:02 GMT

প্রথমে Bullet 350Classic 350, তারপর Himalayan! এবার সংস্থার ফ্ল্যাগশীপ মডেল Interceptor 650 এবং Continental GT 650, স্বল্প সময়ের ব্যবধানে Royal Enfield তাদের বাজারে উপলব্ধ মডেলগুলির দাম বৃদ্ধির তালিকা আরো দীর্ঘতর করলো৷ গত মার্চে BS6 আপডেটেড ইঞ্জিনসহ লঞ্চ করা এই ক্যাফে রেসার বাইকদুটির দাম ১,৮৩৭ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ মূলত উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণেই সংস্থা এই সিদ্ধান্ত নেওয়ার পথে হেঁটেছে৷

Interceptor 650

BS6 ভ্যারিয়েন্টে Interceptor 650 এর দাম শুরু হয়েছিল ২,৬৪,৯১৯ টাকা থেকে৷ যা তার পূর্বসুরি BS4 মডেলের তুলনায় ৮,০০০ টাকা বেশি ছিল৷ বাইকটি সাতটি রঙের বিকল্পে উপলব্ধ৷ এই সমস্ত রঙের দাম বাড়ানো হয়েছে।

Interceptor 650 অরেঞ্জ ক্রাশ এবং সিলভার স্পেকটর ও মার্ক থ্রী এর পরিবর্তিত দাম হয়ে নতুন দাম হয়েছে ২,৬৬,৭৫৫ টাকা৷ র‌্যাভিশিং রেড এবং বেকার এক্সপ্রেসের বর্তমান মূল্য ২,৭৪,৬৪৩ টাকা৷ আবার সর্বশেষ গ্লিটার এবং ডাস্ট রঙের নতুন দাম দাঁড়ালো ২,৮৭,৭৪৭ টাকা (এক্স-শোরুম, দিল্লী)।

Cotinental GT 650

BS6 ভ্যারিয়েন্টে Cotinental GT 650 লঞ্চ করার সময় এর দাম পূর্ববর্তী BS4 মডেলের থেকে ৯,০০০ টাকা বেশি রাখা হয়েছিল৷ বাইকটি পাঁচটি রঙের বিকল্পে বাজারে পাওয়া যাচ্ছে৷ দাম বৃদ্ধির ফলে Cotinental GT 650 এর মিস্টার ক্লিন মডেলটির দাম দাঁড়ালো ৩,০৩,৫৪৪ টাকা৷ ডঃ মায়হেম এবং আইস ক্যুইন হোয়াইটের বর্তমান দাম হলো ২,৯০,৪০১ টাকা৷ অপরদিকে ব্ল্যাক ম্যাজিক এবং ভেন্টুরা ব্লু এর পরিবর্তিত দাম হয়েছে ২,৮২,৫১৩ টাকা (এক্স-শোরুম, দিল্লী) ৷

Royal Enfield এর Interceptor 650 এবং Cotinental GT 650 দুটি বাইকই ৬৪৯ সিসির প্যারালেল টুইন সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত৷ এর পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৪৭ হর্সপাওয়ার এবং ৫২ এনএম৷ উল্লেখ্য, দাম বাড়ানো সত্বেও Interceptor 650 এবং Cotinental GT 650 বর্তমানে ভারতে উপলব্ধ প্যারালেল টুইন মোটরবাইকগুলির মধ্যে এখনো সবচেয়ে সস্তা৷

Tags:    

Similar News