দাম বাড়ল Royal Enfield এর সবচেয়ে সস্তা দুটি প্যারালেল টুইন মোটরবাইকের
প্রথমে Bullet 350 ও Classic 350, তারপর Himalayan! এবার সংস্থার ফ্ল্যাগশীপ মডেল Interceptor 650 এবং Continental GT 650, স্বল্প সময়ের ব্যবধানে Royal Enfield তাদের বাজারে উপলব্ধ মডেলগুলির দাম বৃদ্ধির তালিকা আরো দীর্ঘতর করলো৷ গত মার্চে BS6 আপডেটেড ইঞ্জিনসহ লঞ্চ করা এই ক্যাফে রেসার বাইকদুটির দাম ১,৮৩৭ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ মূলত উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণেই সংস্থা এই সিদ্ধান্ত নেওয়ার পথে হেঁটেছে৷
Interceptor 650
BS6 ভ্যারিয়েন্টে Interceptor 650 এর দাম শুরু হয়েছিল ২,৬৪,৯১৯ টাকা থেকে৷ যা তার পূর্বসুরি BS4 মডেলের তুলনায় ৮,০০০ টাকা বেশি ছিল৷ বাইকটি সাতটি রঙের বিকল্পে উপলব্ধ৷ এই সমস্ত রঙের দাম বাড়ানো হয়েছে।
Interceptor 650 অরেঞ্জ ক্রাশ এবং সিলভার স্পেকটর ও মার্ক থ্রী এর পরিবর্তিত দাম হয়ে নতুন দাম হয়েছে ২,৬৬,৭৫৫ টাকা৷ র্যাভিশিং রেড এবং বেকার এক্সপ্রেসের বর্তমান মূল্য ২,৭৪,৬৪৩ টাকা৷ আবার সর্বশেষ গ্লিটার এবং ডাস্ট রঙের নতুন দাম দাঁড়ালো ২,৮৭,৭৪৭ টাকা (এক্স-শোরুম, দিল্লী)।
Cotinental GT 650
BS6 ভ্যারিয়েন্টে Cotinental GT 650 লঞ্চ করার সময় এর দাম পূর্ববর্তী BS4 মডেলের থেকে ৯,০০০ টাকা বেশি রাখা হয়েছিল৷ বাইকটি পাঁচটি রঙের বিকল্পে বাজারে পাওয়া যাচ্ছে৷ দাম বৃদ্ধির ফলে Cotinental GT 650 এর মিস্টার ক্লিন মডেলটির দাম দাঁড়ালো ৩,০৩,৫৪৪ টাকা৷ ডঃ মায়হেম এবং আইস ক্যুইন হোয়াইটের বর্তমান দাম হলো ২,৯০,৪০১ টাকা৷ অপরদিকে ব্ল্যাক ম্যাজিক এবং ভেন্টুরা ব্লু এর পরিবর্তিত দাম হয়েছে ২,৮২,৫১৩ টাকা (এক্স-শোরুম, দিল্লী) ৷
Royal Enfield এর Interceptor 650 এবং Cotinental GT 650 দুটি বাইকই ৬৪৯ সিসির প্যারালেল টুইন সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত৷ এর পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৪৭ হর্সপাওয়ার এবং ৫২ এনএম৷ উল্লেখ্য, দাম বাড়ানো সত্বেও Interceptor 650 এবং Cotinental GT 650 বর্তমানে ভারতে উপলব্ধ প্যারালেল টুইন মোটরবাইকগুলির মধ্যে এখনো সবচেয়ে সস্তা৷