রপ্তানিতে ছক্কা, ভারতে বাউন্ডারি পার, দুরন্ত ছন্দে Royal Enfield, মোটরসাইকেলের বিক্রি 133% বাড়ল
করোনা পরবর্তী সময়ে ব্যবসায় লক্ষী লাভের সুখবর নিয়ে হাজির হচ্ছে গাড়ি সংস্থাগুলি। টিভিএস (TVS), টাটা (Tata)-র পর এবার সেই তালিকায় যোগ হল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর নাম। মে মাসের বেচাকেনার পরিসংখ্যান হাসি ফুটিয়েছে সংস্থার মুখে। গত মাসে তারা মোট ৬৩,৬৪৩টি মোটরসাইকেল বিক্রি করতে সমর্থ হয়েছে। যেখানে ২০২১-এর ওই সময়ে তাদের বিক্রির পরিমাণ ছিল ২৭,২৯৪। ফলে গত মাসে রয়্যাল এনফিল্ডের বাইক বিক্রিতে ১৩৩ শতাংশ উত্থান ঘটেছে।
গত বছর করোনার দ্বিতীয় প্রবাহ প্রত্যক্ষভাবে দেশে গাড়ি ব্যবসার চাকা শ্লথ করে দিয়েছিল। তাই বছর ঘুরতেই বিক্রিতে চমক দেখছে সংস্থাগুলি। গত মাসে ১০,১১৮টি বিদেশে পাঠানোর ফলে রয়্যাল এনফিল্ডের রপ্তানিও ফুলে-ফেঁপে উঠেছে। আগের বছরের মে-র তুলনায় যা ৪০% বেশি। এ দেশে ৫৩,৫২৫টি মোটরবাইকের বিক্রি ঘরোয়া বাজারে ব্যবসার স্থিতিশীলতাকেই ইঙ্গিত করেছে।
আবার এপ্রিলে সংস্থাটি মোট ৬২,১৫৫টি মোটরবাইক বিক্রি করেছিল। মে-তে ৬৩,৬৪৩টি বিক্রির ফলে এপ্রিলের তুলনায় গত মাসে ব্যবসায় ২.৩৯% অগ্রগতি। এপ্রিলে সংস্থার ঘরোয়া বাজারের বিক্রির সংখ্যা ছিল ৫৩,৫৮২। তবে এপ্রিলের (৮,৩০৩) তুলনায় মে-মাসে (১০,১১৮) মোটরসাইকেল রপ্তানি ২২% বাড়তে দেখা গেছে। উল্লেখ্য, এই প্রথম আর্ন্তজাতিক বাজারে এত বেশি সংখ্যায় টু-হুইলার পাঠাল রয়্যাল এনফিল্ড।
প্রতিবারের মতো এবারেও বিক্রির পরিমাণ বাড়াতে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি বাইকগুলির অবদান সর্বাধিক। বিক্রিতে শীর্ষ স্থানীয় বাইকগুলি হল - Royal Enfield Bullet 350, Classic 350 ও Meteor 350। পাশাপাশি বেচাকেনার যোগ্য সঙ্গত দিয়েছ Royal Enfield Scram 411 ও Himalayan। আবার এপ্রিলে ৬৫০ সিসি সেগমেন্টের 650 Twins-এর বিক্রিতেও রমরমা গিয়েছে। আবার গত মাসে Classic 350 এবং Meteor 350 মালয়েশিয়ার বাজারে লঞ্চ করেছে Royal Enfield।