রহস্যময় Vivo V2009A ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি

কোনও স্মার্টফোন বাজারে ছাড়ার আগে সংস্থাগুলিকে সংশ্লিষ্ট মহলের অনুমোদন সবার প্রথমে জোগাড় করতে হয়। ফলে প্রায়ই বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে অচেনা ডিভাইসের তথ্য উঠে আসে। Vivo V2009A মডেল নম্বরের এমনই আসন্ন এক হ্যান্ডসেটের স্পেসিফিকেশন ও ছবি এবার TENAA অথরিটির সাইট থেকে প্রকাশ্যে এসেছে। কিন্তু এটি কী নামে অফিসিয়ালি বাজারে আনা হবে, তা জানা যায়নি।

Vivo V2009A সম্পর্কে TENAA থেকে কী জানা গেছে

টেনার লিস্টিং অনুযায়ী, Vivo V2009A স্মার্টফোনের আয়তন ১৬৩.৮৪x৭৫x৭.৭৯ মিমি এবং ওজন ১৭৬ গ্রাম। এতে ৬.৫৮ ইঞ্চি টিএফটি স্ক্রিন রয়েছে, যা ফুল-এইচডি (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,০০৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ফাস্ট চার্জিংয়ের সুবিধা দেবে কি না, সেই নিয়ে কোনও তথ্য উপলব্ধ নেই।

Vivo V2009A-এর রিয়ার প্যানেলে থাকছে পিল শেপড এলইডি ফ্ল্যাশ-সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা দুটি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ডিভিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo V2009A-এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন্টিগ্রেট করা থাকবে। ফোনটি সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ সিস্টেমে রান করবে। এটি চীনে ৮ জিবি / ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

স্পেসিফিকেশন দেখে অনুমান করা শক্ত নয় যে, Vivo V2009A একটি বাজেট স্মার্টফোন হবে। আশা করা যায়, শীঘ্রই এই ফোনকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর নাম সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন