সস্তায় 4G স্মার্টফোন আনছে Samsung, মিলবে শক্তিশালী ব্যাটারি ও 6 জিবি র‍্যাম

স্যামসাং আগামী মাসে স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই ফোনটিকে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম এবং ওয়াইফাই অ্যালায়েন্স – এর মত ডেটাবেসে দেখা গিয়েছে। এমনকি ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও হাজির হয়েছে, যা ইঙ্গিত করেছে যে হ্যান্ডসেটটি শীঘ্রই এদেশের বাজারে পা রাখবে। আর এখন গ্লোবাল লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এ০৬ মডেলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। কি কি তথ্য উঠে এসেছে এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যায়।

স্যামসাং গ্যালাক্সি এ০৬ পেল এফসিসি সার্টিফিকেশন

এফসিসি সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোনটি এসএম-এ০৬৫এফ/ডিসি মডেল নম্বর বহন করে। ডেটাবেসটি নিশ্চিত করেছে যে আসন্ন গ্যালাক্সি এ সিরিজ ডিভাইসটি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ৪জি এলটিই সংযোগ সাপোর্ট করবে।

এছাড়াও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনে ৪,৮৫৫ রেটযুক্ত ব্যাটারি থাকবে, যার টিপিক্যাল ভ্যালু হবে ৫,০০০ এমএএইচ। সার্টিফিকেশনের মাধ্যমে সামনে আসা স্কিম্যাটিক রেন্ডারগুলি প্রকাশ করেছে যে দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে ১৬৬.৩ x ৭৭.৩১ মিলিমিটার।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটিকে সম্প্রতি একই মডেল নম্বর সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশনে দেখা গেছে, যা ভারতে ডিভাইসটির লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, স্মার্টফোনটিকে গিকবেঞ্চ ৪.২ প্ল্যাটফর্মেও দেখা গেছে, যা এতে অক্টা-কোর প্রসেসর এবং ৬ জিবি র‍্যাম মিলবে বলে জানিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ০৬ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসরের সাথে আত্মপ্রকাশ করবে, যা পুরানো ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। ডিভাইসের অন্যান্য বিবরণগুলি এই মুহূর্তে অজানাই রয়েছে, তবে শীঘ্রই এটির বিষয়ে আরও বিশদে জানা যাবে বলে আশা করা যায়।