Samsung Galaxy A06 অতি সস্তায় বাজারে আসছে, লঞ্চের আগে লিস্টেড হল গিকবেঞ্চে

স্যামসাং খুব শীঘ্রই Samsung Galaxy A06 স্মার্টফোনটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ডিভাইসটি গত বছরের Galaxy A05 ফোনের উত্তরসূরি হিসেবে আসবে এবং এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হবে। আর এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক ডেটাবেসে Samsung Galaxy A06 ফোনটিকে দেখা গেছে। বেঞ্চমার্ক লিস্টিংটি আসন্ন হ্যান্ডসেটের কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A06 ফোনটিকে দেখা গেল Geekbench ডেটাবেসে

SM-A065F মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এটি গিকবেঞ্চ ৪.২ বেঞ্চমার্ক পরীক্ষার সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর রাউন্ডে ১,৬৪৪ এবং ৫,৩২৬ পয়েন্ট স্কোর করেছে। বেঞ্চমার্ক ডেটাবেসটি নির্দেশ করে যে এতে ৬ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাথে আসবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৬ হ্যান্ডসেটে MT6769V/CZ মডেল নম্বর, ১.৮০ গিগাহার্টজ পিক ফ্রিকোয়েন্সি এবং মালি জি৫২ জিপিইউ সহ একটি অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর থাকবে। এই তথ্যগুলি ইঙ্গিত করছে যে, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি জি৮৫ প্রসেসরে চলবে।

এর পাশাপাশি, Samsung Galaxy A06 হ্যান্ডসেটটি ওয়াইফাই সার্টিফিকেশনেও উপস্থিত হয়েছে, যার লিস্টিং অনুসারে, আসন্ন A সিরিজের স্মার্টফোনটি ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই ৫ ৮০২.১১এ/বি/জি/এন/এসি সংযোগের জন্য সাপোর্ট অফার করবে। তবে এটি ছাড়া, লিস্টিংটি স্যামসাং গ্যালাক্সি এ০৬ সম্পর্কে কিছুই প্রকাশ করেনি।

জানিয়ে রাখি, Samsung Galaxy A06 গত বছরের স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের উত্তরসূরি হিসেবে আসবে। পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনে এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরে চলে এবং ৬ জিবি পর্যন্ত র‍্যাম অফার করে। ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A05 হ্যান্ডসেটটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। হ্যান্ডসেটটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করছে এবং এর ওজন ১৯৫ গ্রাম।