অত্যন্ত কম খরচে 5G পরিষেবা দিতে Samsung এর সাথে হাত মেলাতে পারে Jio

ভারতে 5G নেটওয়ার্ক ভিত্তিক পরিষেবা কবে চালু হবে তা এখনো স্পষ্ট নয়। তা সত্ত্বেও কে আগে এই পরিষেবা চালু করবে এই নিয়ে দেশীয় টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতার শেষ নেই! ইতিমধ্যেই Airtel, 5G নেটওয়ার্কের সফল ট্রায়াল শেষ করেছে। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় টেলকো Reliance Jio জানিয়েছে যে তাদের 5G নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। এক্ষেত্রে এই দুটি সংস্থা সহ অন্যান্য টেলিকম অপারেটররা এখন সরকার কর্তৃক পরিচালিত প্রয়োজনীয় স্পেকট্রাম নিলামের জন্য অপেক্ষা করছে বলে একাধিক রিপোর্টে জানা গিয়েছে। এদিকে নতুন একটি রিপোর্টে জানানো হয়েছে, Jio, মিড-ব্যান্ড স্পেকট্রামের জন্য এবার Samsung নির্মিত লেটেস্ট জেনারেশনের 5G রেডিও ব্যবহার করতে পারে। কারণ এই নতুন ধরণের রেডিও তরঙ্গগুলির সাহায্যে, টেলিকম অপারেটরদের অত্যন্ত কম খরচে 5G নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব বলে শোনা যাচ্ছে।

এই প্রসঙ্গে বলে রাখি, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung, হালফিল সময়ে নতুন প্রজন্মের উন্নত 5G ওয়াইডব্যান্ড রেডিও প্রস্তুত করেছে যা বেশ দক্ষতার সাথে মিড-ব্যান্ড স্পেকট্রামগুলি সমর্থন করবে। এই বিষয়ে Samsung জানিয়েছে যে, তার নতুন প্রজন্মের ওয়াইডব্যান্ড রেডিও ৪০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যান্ডউইথ সমর্থন করতে পারে। এক্ষেত্রে, এই দ্রুত এবং কার্যকর রেডিওগুলি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে সামগ্রিক ব্যয় কমিয়ে দেবে এবং অপারেটররা কম রেডিও ব্যবহার করে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা পরিচালনা করতে সক্ষম হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

অবগতির জানিয়ে রাখি, মিড-ব্যান্ড ফ্রিকোয়েন্সি হল স্পেকট্রামের সেই নির্দিষ্ট পরিমাপ যার সাহায্যে টেলিকম সংস্থাগুলি কম প্রচ্ছন্নতায় সহজেই ভাল কভারেজ এবং হাই স্পিড ইন্টারনেট স্পিড প্রদান করে থাকে।

যাইহোক Samsung ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা এই নতুন ওয়াইডব্যান্ড রেডিওগুলি ২০২২ সাল থেকে অপারেটরদের জন্য বাণিজ্যিকভাবে উপলব্ধ করবে। সেক্ষেত্রে, সাধারণ টেলকোগুলির পাশাপাশি যে সমস্ত অপারেটর সক্রিয়ভাবে অন্যান্য অপারেটরের সাথে RAN শেয়ারিংয়ের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক অবকাঠামো শেয়ার করে থাকে তারাও Samsung-এর দ্বারা বিকশিত এই রেডিও সলিউশন ব্যবহার করতে পারবে বলে জানা গিয়েছে।

এক্ষেত্রে, Reliance Jio কর্তৃক Samsung-এর এই 5G রেডিও ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ এর আগে 4G নেটওয়ার্ক রোলআউটের জন্য অপারেটরটি Samsung-এর কাছ থেকে প্রচুর সরঞ্জাম কিনেছিল। তবে Jio যেহেতু আগেই জানিয়েছে যে, হোমগ্রাউন অর্থাৎ দেশীয়ভাবে 5G রোল আউট করবে, তাই Samsung যদি স্থানীয়ভাবে তার রেডিও ভিত্তিক সরঞ্জামগুলি তৈরি করতে সক্ষম হয় তবেই এটি 5G রোলআউটের ক্ষেত্রে Jio-র সেরা পার্টনার হতে পারে। কিন্তু Jio এবং Samsung-এর মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তার ভিত্তিতে যদি টেলকোটি নিজের মতবদল করে তাহলেও দুটি সংস্থা সম্মিলিতভাবে কাজ করে ভারতে 5G রোল আউট করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন